সুখবর! প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য, TET উত্তীর্ণদের ডাকা হলো ভাইভা তে

Published By: Khabar India Online | Published On:

ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন চাকরি প্রার্থীদের জন্য দিলো সুখবর। ডেকে পাথানো হলো ৪৬৭ জনকে। জানাগেছে ওই ৪৬৭ জনের স্ক্রুটিনি ,তথ্য যাচাই ও ভাইভার জন্য ডেকে পাঠানো হয়েছে। এই প্রার্থীরা প্রত্যেকেই যেত পাশ করেছেন ২০১৪ সালে। ২০২১ এর ১০ জানুয়ারী পর্যন্ত অফ্ল্যাণ আবেদনের ভিত্তিতে চলছে এই নিয়োগ প্রক্রিয়া। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল ও শিক্ষাভবনে চলবে এই ভাইবা পর্ব।

আরও পড়ুন -  ‘মিঠাই’ এর ‘উচ্ছেবাবু’, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, পাত্রী কে ?

(আধুনিক ব্যস্ততার যুগে মানুষ এখন ব্যস্ত ঘড়ির কাটার থেকেও বেশি। তাই সবদিক খেয়াল রেখেই আমরা এখন থেকে বিস্তারিতর পরিবর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভিনব বিষয়। আপনাদের সময় বাঁচাতে ও সম্পূর্ণ খবর কয়েক মুহূর্তের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা শুরু করেছি ‘Short News ‘ বিভাগ যার মাধ্যমে আপনারা জানতে পারবেন বস্তু নিস্ট সঠিক ও সম্পূর্ণ খবর। অতিরিক্ত শব্দের কচকচি নয় যা আপনার জানার দরকার তাই থাকবে এই বিভাগে নিয়মিত আপডেট পেতে তাই ফলো করুন আমাদের পেজ। আর সাথে থাকুন আমাদের।)

আরও পড়ুন -  নিম্ন আদালত সহ কলকাতা হাইকোর্টের ভার্চুয়াল শুনানি নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন, জেরবার আইনজীবীরা