BigNews: ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর, বড় নির্দেশ দিলো UGC, উপকৃত হবে সারা দেশের শিক্ষার্থীরা

Published By: Khabar India Online | Published On:

ইউজিসি আজ জাতি ও সম্প্রদায়ের মধ্যে বিভাজন ঘটাতে দিলো বড় নির্দেশ। আজ ইউজিসি জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় নিয়ে তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের পড়ুয়ারা যাতে সহজেই অভিযোগ জানাতে পারেন। সেই জন্য ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয় -কলেজ -উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রাখতে হবে আলাদা একটি পেজ। সেই সাথে থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও রেজিস্টারের কাছে অভিযোগ জানানোর সুবিধাও। ছাত্র -ছাত্রীদের অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের বিরুধ্যে নিতে হবে দ্রুত ব্যব্যস্থা।

আরও পড়ুন -  জমিয়ে ছুটি কাটাচ্ছে নীল - তৃণা

(আধুনিক ব্যস্ততার যুগে মানুষ এখন ব্যস্ত ঘড়ির কাটার থেকেও বেশি। তাই সবদিক খেয়াল রেখেই আমরা এখন থেকে বিস্তারিতর পরিবর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভিনব বিষয়। আপনাদের সময় বাঁচাতে ও সম্পূর্ণ খবর কয়েক মুহূর্তের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা শুরু করেছি ‘Short News ‘ বিভাগ যার মাধ্যমে আপনারা জানতে পারবেন বস্তু নিস্ট সঠিক ও সম্পূর্ণ খবর। অতিরিক্ত শব্দের কচকচি নয় যা আপনার জানার দরকার তাই থাকবে এই বিভাগে নিয়মিত আপডেট পেতে তাই ফলো করুন আমাদের পেজ। আর সাথে থাকুন আমাদের।)

আরও পড়ুন -  Alur Dum: বাঙালির এক অনন্য সৃষ্টি