গণেশ পুজো দেখতে আর কেদারনাথ যেতে হবে না,পশ্চিম বর্ধমানে ট্রাফিক টাইগার ক্লাব আসুন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   গণেশ পুজায় কেদারনাথ মন্দিরের আদলে প্যান্ডেল বানিয়ে নজর কাড়ে ট্রাফিক টাইগার ক্লাব।

এবারের আসানসোলের ট্রাফিক টাইগার ক্লাবের পুজো 19 বছরে পড়েছে।
কমিটির সদস্যরা জানান প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে এই পুজাতে যে প্যান্ডেল তৌরী  হয়েছে, সেটি বাঁসের কঞ্চি, তুলা ও থার্মোকল ব্যবহার করে মন্ডপ করা হয়েছে। গণেশ পূজা উপলক্ষে তিন দিন ধরে নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
করোনা আবহে কোভিড বিধি মেনে এই পূজার আয়োজন করা হয়েছে বলে জানান উদ্দোক্তারা।

আরও পড়ুন -  New Garia to Ruby Metro station: বাজিমাত করে দিল রুবি মেট্রোর জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন, বুক ফুলবে গর্বে