Horoscope: আজ ৩১শে আগস্ট, রাশিফল পড়ুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ  আজ ৩১শে আগস্ট (১৪ই ভাদ্র) মঙ্গলবার রাশিফল।

মেষঃ আজ দিনটি খুব একটা ভালো নয়। আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। দেখেশুনে টাকা খরচ করুন। খুব চিন্তা করবেন না।

বৃষঃ নিজের সন্তানের কোনো কাজের জন্য গর্বিত হতে পারেন। সন্তানের বেশ নাম হবে। সন্তান ও পরিবার কে সময় দিন।

মিথুনঃ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীর সাথে থাকুন। দাম্পত্য সুখকর হবে। সঙ্গীর সাথে দিনটি বেশ ভালো কাটবে।

আরও পড়ুন -  Horoscope: ২৬শে সেপ্টেম্বর, রাশিফল পড়ুন

কর্কটঃ আজ বাড়িতে আপনার অতিথীদের সমাগম হবে। আত্মীয়ের প্রতি যত্নশীল হন। আত্মীয়দের সাথে দিনটি বেশ যাবে।

সিংহঃ কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারেন। ভেঙে না পড়ে মনে সাহস রাখুন। নিয়ম করে যোগব্যায়াম করুন।


কন্যাঃ আজ আপনার রাজনীতিতে বেশ আগ্রহ বাড়বে। রাজনীতির কাজ কর্ম করুন। বেশ সাফল্য পেতে পারেন। আজ ভালোই কাটবে।

আরও পড়ুন -  Horoscope: আজ ৩০শে অক্টোবর, রাশিফল দেখুন

তুলাঃ আজ বড় কোনো কাজে সাফল্য পাবেন না। ভেঙে পড়বেন না। মন শক্ত করুন। আবার চেষ্টা করুন। দিনটি ভালো নয়।

বৃশ্চিকঃ আজ আপনি কোনো কারণে মনে আঘাত পেতে পারেন। বেশি চিন্তা করবেন না। নিয়ম করে যোগাভ্যাস করুন। আজ খুব একটা ভালো যাবে না।

ধনুঃ অন্যায় অথবা অবিচারের শিকার হতে পারেন। পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি নিয়ে আজ দিনটি শুভ নয়। আজ মাথা ঠাণ্ডা রেখে চলুন।

আরও পড়ুন -  Horoscope: আজ ৯ই নভেম্বর, রাশিফল দেখুন

মকরঃ আজ প্রতিবেশির সাথে ঝগড়া ঝামেলা হতে পারে। সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি ভালো নয়।

কুম্ভঃ আজ আপনি বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। সকালে হাঁটতে যান। বাতের ব্যথার জন্য চিকিৎসা করান। দিনটি খুব একটা ভালো নয়।

মীনঃ আজ অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসায়ে খুব আয় হবে। মন দিয়ে কাজ করুন। দিনটি বেশ ভালো।