Horoscope: আজ ১৪ই আগস্ট, আজকের রাশিফল দেখুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ১৪ই আগস্ট (২৮ শে শ্রাবণ) শনিবার রাশিফল।

মেষঃ আজ আপনার কোনো আত্মীয়ের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

বৃষঃ চাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রে আশাতীত লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। আয় বৃদ্ধি হতে পারে। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

মিথুনঃ আজ  বেশ সুখকর হতে পারে। কাজের জায়গায় বেশ নাম ডাক হতে পারে। পদ মর্যাদা বৃদ্ধি হতে পারে। কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

আরও পড়ুন -  North Korea: প্রথম মৃত্যু উত্তর কোরিয়ায়, করোনায়

কর্কটঃ আজ আপনার নতুন কর্মে সাফল্য আসতে পারে। অপরকে উৎসাহ প্রদানে জীবনে বাড়তি আনন্দের সম্ভাবনা। সব মিলিয়ে দিনটি ভালোই কাটবে।

সিংহঃ আজ পথে কোনো বিপদের সম্ভাবনা আছে। আপনি চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবে না।

আরও পড়ুন -  ভারত সেরা সবুজ মেরুন

কন্যাঃ আজ আপনার কোনো বিশেষ মেধা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

তুলাঃ আজ অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারেন। বড় কাজে হাত দেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা সেরে নিন।

বৃশ্চিকঃ  আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অনেক দিনের বাসনা পূরণ হতে পারে। ব্যবসায় গৃহে সর্বত্র শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হতে পার। জীবনে সুখ আসতে পারে।

আরও পড়ুন -  Horoscope: আজ ২রা জানুয়ারি (১৭ই পৌষ) রবিবার রাশিফল দেখুন

ধনুঃ আজ দিনটি বেশ শুভ। আজ আপনার কাজে আপনার পরিবার পূর্ণ সহযোগিতা করবেন। পরিবারকে যথাযথ সময় দিন।

কুম্ভঃ আজ আপনার কাছের কোনো মানুষের সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

মীনঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে।