ভ্যাক্সিনেশন দেওয়া হচ্ছে মুখ চিনে, বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্যের অভিযোগ !

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   করোনা ভ্যাকসিন নিয়ে রাজ্য রাজনীতিতে যখন তোলপাড় চলছে ঠিক তখনই কুলটি তেও ভ্যাকসিন নিয়ে রাজনীতি তুঙ্গে কুলটির কুমার দিয়া স্বাস্থ্যকেন্দ্রে বিজেপি ভ্যাক্সিনেশন নিয়ে ডেপুটেশন দিল ভ্যাকসিনের কারচুপি উপলক্ষে বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্যের অভিযোগ এই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাক্সিনেশন হচ্ছে মুখ চিনে চিনে প্রশাসক হাসিম এর লেখা সুপারিশ থেকেই বেছে নেওয়া হচ্ছে তাহলে তাদের বর্তমান বিজেপি এমএলএ ডক্টরের লেখা কাগজ ভ্যাক্সিনেশন হবে না কেন সেই কারণে তারা আজ ডেপুটেশন দিল ওই স্বাস্থ্যকেন্দ্রে এবং কুলটি থানায় তার সাথে সাথে তাদের মনমতো একটি লম্বা নামের লিস্ট দিয়ে গেল ভ্যাক্সিনেশন দেবার জন্য এবং অভিযোগ করল যে প্রশাসকের সাইন করা নিলে আমাদের এমেলের কেন হবেনা এরপর যদি না হয় তাহলে অন্য ব্যবস্থা তারা নেবে অপরদিকে প্রশাসক মির হাকিম জানান এখন অনলাইনে অনেক সময় নাম নথিভুক্তকরণের অসুবিধা হচ্ছে তাই যাদের খুব জরুরী দরকার তারা তাদের নাম নথিভুক্ত করে স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিয়ে তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করে দিচ্ছে বিজেপি মন কি বাত এর কথা বলে কিন্তু মনের কথা শুনেনা তাই মানুষের মনের কথা আরো জানান বরাকর লাল বাংলায় ইমেইলের সাইন করা অনেক মানুষের কাগজে ভ্যাক্সিনেশন হচ্ছে তা তিনি অভিযোগ না করলেও জানান তৃণমূল তার বিরোধিতা করেনি সাধারণ মানুষ ভ্যাকসিন পাক সে যেই হোক সেটা নিয়ে রাজনীতি করা উচিত না কীভাবে আরও কেন্দ্র কাছ থেকে ভ্যাক্সিনেশন পাওয়া যায় সেটা নিয়ে চিন্তা করুক নিয়ে রাজনীতি করা কখনই উচিত নয় এখন মানুষের পাশে দাঁড়ানো সবথেকে বড় কাজ।

আরও পড়ুন -  এই ওয়েব সিরিজ রোমান্সে ভরপুর, আগে ঘর বন্ধ করুন তারপর দেখবেন