প্রেমে পড়লেন ‘হট’ নায়িকা মধুমিতা, গুঞ্জন আকাশে ভেসে বেড়াচ্ছে !

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   কিছুদিন ধরে টলিপাড়াতে শুধু সম্পর্ক ভাঙনের খবর আসছে। ফের আরো এক সম্পর্ক কি ভাঙার গুঞ্জন আসছে। টলিটাউনের জনপ্রিয় জুটি সৌরভ আর অনিন্দিতা। এদের সম্পর্কের মধ্যে নতুন একজনের প্রবেশ নিয়ে জোড় জল্পনা শোনা যাচ্ছে টলিপাড়ায়।

জল্পনা আকজকের নয় চলছে বেশ কয়েক মাস ধরেই। এদের সম্পর্কের ফাটলের কারণ হচ্ছে মধুমিতা। এই মুহূর্তে টলিউডের অন্যতম ‘সিঙ্গল আর হট’ নায়িকা হলেন মধুমিতা সরকার। প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তী। সৌরভের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নিজেকে পুরোদস্তুর পালটে ফেলেছেন নায়িকা। বিচ্ছেদের পর ছোটপর্দা থেকে নিজেকে সরিয়ে এখন বড়ো পর্দায় অভিনয় করছেন।

মধুমিতার অন্যতম অভিনেত্রী ‘চিনি’র নাকি অন-স্ক্রিন প্রেমিক সৌরভের সঙ্গেই এখন প্রেমে মত্ত হয়েছেন মধুমিতা। করোনা মহামারির দ্বিতীয় ঢেউতে নাকি কাছাকাছি এসেছে সৌরভ দাস-মধুমিতা সরকার। এদিকে সৌরভ আর অনিন্দিতা বসুর সম্পর্ক বেশ পুরোনো। বেশ কয়েক বছর ধরেই লিভ ইন সম্পর্কে আছেন এঁরা।
দুজন নিজেদের কেরিয়ারের স্বার্থে এই মুহূর্তে আলাদা থাকছেন। বর্তমানে কাজের জন্য বেশিরভাগ সময়ই মুম্বইতে থাকছেন অনিন্দিতা। আর সৌরভ ও নিজের কাজের জন্য কলকাতাতে আছেন। আর এই দূরত্বের মাঝে হঠাৎ করে মধুমিতা-সৌরভের প্রেমের গুঞ্জন মাথাচাড়া দিয়েছে। এদিকে মুম্বইতেই থাকাকালীন অনিন্দিতাকে নিজের বয়ফ্রেন্ডের নতুন প্রেম নিয়ে নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে। অনিন্দিতা আর মধুমিতাও কাজের সূত্রে দুজনে ভালো বন্ধু।

আরও পড়ুন -  Actress Alia Bhatt: পরনে সাদা ঢাকাই জামদানি, হাতাকাটা ব্লাউজ, কানে বড় দুল, আলিয়ার

এক সংবাদমাধ্যমকে অনিন্দিতা স্পষ্টভাবে জানিয়েছেন, ‘সৌরভ এবং তিনি অনেক দিন ধরে এক সঙ্গে একই ছাদের নীচে রয়েছেন। সম্প্রতি তাঁরা একসাথে একটি নতুন বাড়িও কিনেছেন। ফলে, এই ধরনের ভিত্তিহীন গুজবকে তিনি কান দিতে রাজি নন। অন্যদিকে সৌরভ ও জানিয়েছেন, মধুমিতা তাঁর খুব ভালো বন্ধু’। তিনি স্পষ্ট জানান, অনিন্দিতার সঙ্গে লিভ ইন রিলেশনশিপে রয়েছেন। কোনো সম্পর্ক নিয়ে লুকোছাপায় বিশ্বাসী নন তিনি। তাঁর প্রেমিকা অনিন্দিতা এই মুহূর্তে মুম্বইতে আছেন, সোমবারই কলকাতা ফিরবে। আসলে লকডাউনে মানুষজনের হাতে কাজ না থাকায় এইসব গুজব রটিয়ে বেড়াচ্ছেন বলেও জানান। তবে সত্যি কি সৌরভ আর মধুমিতা প্রেম করে তা সময় বলবে। মাস কয়েক আগেই নিজের বোনের সঙ্গে সৌরভের একটি ভিডিও নিয়ে নানান নোংরামি হয়। অভিনেতাকে নানান কটাক্ষের মুখে পড়তে হয়। সেই বিতর্কের সময় নিজের ভালোবাসার মানুষের পাশে দাঁড়িয়েছিলেন অনিন্দিতা।

আরও পড়ুন -  Mariupol: নাগরিকদের সরিয়ে নেয়া হয়েছে, মারিউপোল স্টিল প্ল্যান্টের অভ্যন্তরে থাকা

নিজের নতুন প্রেমের গুঞ্জন নিয়ে মধুমিতাও কথা বলেছেন, তাঁর প্রাক্তন স্বামীর নাম সৌরভ, মানুষজন সেখান থেকেই সৌরভের নাম ব্যবহার করে এইসব গুজব রটাচ্ছে। চিনিতে তিনি সৌরভ দাসের সঙ্গে কাজ করেছেন তাই এই কান্ড ঘটাচ্ছে মানুষ। তিনি আরো জানান, সৌরভ দাশের সঙ্গে তাঁর ভীষণ পেশাদারিত্বের একটি সম্পর্ক। একা মহিলা মানেই যখন খুশি যার সঙ্গে খুশি তাঁর নাম জড়িয়ে দেওয়া যায় বলে তিনি মনে করেননা। এটা তাঁর কাছে ভীষণ অসম্মানজনক ও অনুচিত।

আরও পড়ুন -  Madhumita Sarkar: বিস্ফোরক মন্তব্য করলেন মধুমিতা, প্রেম-বিয়ে-ডিভোর্স নিয়ে