দীপাবলির আগে বড় ঘোষণা রেলের, টিকিটে মিলছে ২০% ছাড়! জানুন শর্ত

Published By: Khabar India Online | Published On:

দীপাবলির আগে বড় ঘোষণা রেলের, টিকিটে মিলছে ২০% ছাড়! জানুন শর্ত।

উৎসবের মরশুমে ট্রেনযাত্রীদের জন্য সুখবর দিল ভারতীয় রেলওয়ে। দীপাবলির আগে স্লিপার ও এসি ক্লাসে ভ্রমণকারীরা পাচ্ছেন ২০ শতাংশ ছাড়। তবে যাত্রীদের মানতে হবে একটি গুরুত্বপূর্ণ শর্ত—যে ক্লাসে যাত্রা করবেন, সেই ক্লাসেই ফিরতি টিকিট বুক করতে হবে।

শনিবার সুলতানপুর স্টেশনের বুকিং কাউন্টারে দেখা গিয়েছে যাত্রীদের ভিড়। কেউ দিল্লি, কেউ মুম্বই, আবার কেউ লুধিয়ানা বা পঞ্জাবগামী ট্রেনের টিকিট কাটতে গিয়ে ছাড়ের খোঁজ নিয়েছেন। অনেকেই একসঙ্গে যাওয়া ও ফেরার টিকিট বুক করে সুবিধা পেয়েছেন। তবে যাঁদের ফেরার তারিখ এখনও ঠিক হয়নি, তাঁরা এই ছাড় থেকে বঞ্চিত হয়েছেন।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: ৮টি দল আজ মাঠে নামবে, ব্রাজিল ও সুইজারল্যান্ডসহ

যাত্রীদের অভিজ্ঞতা
বিবেকনগরের বাসিন্দা পবন কুমার চাকরিসূত্রে মুম্বই যাচ্ছিলেন। ছাড়ের খবরে খুশি হলেও ফিরতি তারিখ নিশ্চিত না থাকায় তিনি একমুখী টিকিটই কেটেছেন। একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বিনোবাসপুরির প্রদীপ কুমার। দিল্লি যাওয়ার টিকিট কাটলেও ফিরতি দিন জানা না থাকায় ছাড় পাননি। আবার শাস্ত্রিনগরের জয় প্রকাশ ভাইয়ের জন্য লুধিয়ানা যাওয়ার স্লিপার টিকিট কেটেছেন, কিন্তু ফিরতি টিকিট না থাকায় সুবিধা নিতে পারেননি।

আরও পড়ুন -  Sourav Ganguly New Car: সংগ্রহে নতুন গাড়ি এলো সৌরভের, প্রিন্স অফ কলকাতা চর্চায়, ছবি ভাইরাল হতেই

ছাড়ের নিয়ম
মূল টিকিট পরিদর্শক শিব কুমার জানিয়েছেন, স্লিপার ও এসি ক্লাসের যাত্রীরা যদি একসঙ্গে যাওয়া ও ফেরার টিকিট বুক করেন, তবে সঙ্গে সঙ্গেই টিকিটের মূল্যে ২০ শতাংশ ছাড় প্রযোজ্য হবে। শর্ত মানলেই কেবল এই সুবিধা কার্যকর।

আরও পড়ুন -  নিরাহুয়ার জেগে উঠল রোমান্স, অক্ষরাকে শাড়িতে দেখে, ভিডিও গোপন প্রেমের

আয়ের লক্ষ্যও রেলের
রেলের মুখ্য বাণিজ্য পরিদর্শক বিবেক ত্রিপাঠী জানিয়েছেন, প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০টি টিকিট এই অফারে বিক্রি হচ্ছে। দীপাবলি পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে। যদি যাত্রীসংখ্যা ও আয়ে বৃদ্ধি দেখা যায়, তবে ছাড়ের মেয়াদ আরও বাড়ানো হতে পারে।