DA News: খুশির খবর সরকারি কর্মীদের! এই সপ্তাহেই আসছে বকেয়া মহার্ঘ ভাতা

Published By: Khabar India Online | Published On:

DA News: খুশির খবর সরকারি কর্মীদের! এই সপ্তাহেই আসছে বকেয়া মহার্ঘ ভাতা।

রাজ্যের সরকারি কর্মীদের জন্য এল এক বিশাল স্বস্তির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি সপ্তাহের মধ্যেই ২৫% বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) দেওয়ার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, অর্থ দফতরের সবুজ সঙ্কেত মিললেই খুব দ্রুতই ডিএ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।

কীভাবে দেওয়া হবে বকেয়া DA?
নবান্নের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কর্মরত সরকারি কর্মীদের ক্ষেত্রে এই বকেয়া ডিএ দেওয়া হবে দুই ভাগে—
• ৮০% সরাসরি জমা হবে বেতন অ্যাকাউন্টে
• ২০% যাবে প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টে।

আরও পড়ুন -  Depression: নতুন ব্যাধির নাম ডিপ্রেশন, কিছু পরামর্শ

অন্যদিকে, পেনশনভোগীদের জন্য পুরো ২৫% ডিএ এককালীন তাঁদের পেনশন অ্যাকাউন্টে পাঠানো হবে।

অর্থ জোগাড়ে সচেষ্ট রাজ্য
বকেয়া মেটাতে বিপুল অর্থের প্রয়োজন মেটাতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, ৮ কোটি টাকা ঋণ ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আরও ২ কোটি টাকার ব্যবস্থা করা হচ্ছে। অর্থ দফতরের ছাড়পত্র পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করে বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হবে।

সুপ্রিম কোর্টে মামলা, নজরে রয়েছে পরবর্তী রায়
উল্লেখযোগ্যভাবে, সরকারি কর্মীদের আরও ৭৫% বকেয়া ডিএ সংক্রান্ত মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলার পরবর্তী শুনানি আগামী অগস্ট মাসে। তবে, রাজ্য সরকার ইতিমধ্যেই একটি মডিফিকেশন পিটিশন দাখিল করেছে। আদালতের রায় এই পেমেন্ট প্রক্রিয়ায় কোনও প্রভাব ফেলবে কি না, তা নিয়ে চলছে জল্পনা।

আরও পড়ুন -  পরিবর্তন আসছে সিপিএম পলিটব্যুরোতে, বাদ পড়ছেন বিমান বসু ?

সরকারি কর্মীদের মধ্যে উৎসাহ ও অপেক্ষা
রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা এখন দিন গুনছেন—কবে তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে বহু প্রতীক্ষিত ডিএ-র টাকা। কারণ, ২৫% বকেয়া দেওয়ার সময়সীমা এই মাসেই শেষ হচ্ছে। ফলে নবান্নের দিকেই এখন নজর গোটা কর্মীসমাজের।

আরও পড়ুন -  সুন্দরী যুবতী রাস্তায় দুর্দান্ত নাচ দেখালেন, ‘কমলা নেত‍্য করে থমকিয়া থমকিয়া’ গানে, Video Watch

জানুন উত্তর আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের
কবে আসছে বকেয়া ডিএ?
চলতি সপ্তাহের মধ্যেই টাকা জমা হতে পারে।
এককালীন নাকি কিস্তিতে?
কর্মরতদের জন্য ৮০% বেতনে, ২০% PF-এ।
পেনশনভোগীদের ক্ষেত্রে?
পুরো ২৫% সরাসরি পেনশন অ্যাকাউন্টে।
অর্থ কোথা থেকে আসছে?
৮ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, আরও ২ কোটি টাকার প্রক্রিয়া চলছে।
সুপ্রিম কোর্টে বাকি ৭৫% ডিএ মামলার কী অবস্থা?
শুনানি অগস্টে, রাজ্য মডিফিকেশন পিটিশন দাখিল করেছে।

চোখ রাখুন সরকারি বিজ্ঞপ্তির দিকে, কারণ যে কোনও মুহূর্তে আসতে পারে বহু প্রতীক্ষিত সুখবর।