Pune Bridge Collapse: নদীতে ভেঙে পড়ল সেতু, মৃত অন্তত ৪, আহত ৫১, নিখোঁজ বহু পর্যটক

Published By: Khabar India Online | Published On:

Pune Bridge Collapse: নদীতে ভেঙে পড়ল সেতু, মৃত অন্তত ৪, আহত ৫১, নিখোঁজ বহু পর্যটক।

পুনে ব্রিজ বিপর্যয়:

পুনের কুণ্ডমালা এলাকার ইন্দ্রায়ণী নদীর উপরে থাকা একটি পুরনো ফুটব্রিজ ভেঙে পড়ায় প্রাণ হারালেন অন্তত চার জন, আহত হয়েছেন আরও ৫১ জনের বেশি। রবিবার বিকেল ৩:৩০ নাগাদ ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা, যখন প্রায় ১০০-১২৫ জন মানুষ ব্রিজটি পার হচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩০ বছরের পুরনো এই লোহার ও কংক্রিটের সেতুটি দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল। তবুও প্রশাসনের বারবার সতর্কতা উপেক্ষা করে নিয়মিতভাবে তা ব্যবহার করা হচ্ছিল। শুধু পথচারী নয়, বাইক আরোহীরাও নিয়মিত এই ব্রিজ ব্যবহার করতেন। ঘটনার সময় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ভিড় ছিল ব্রিজে।

আরও পড়ুন -  বাংলাদেশের জামালপুর শহরের দয়াময়ী মন্দির

দুর্ঘটনার পরই উদ্ধারকাজে নেমে পড়ে এনডিআরএফ, রাজ্য পুলিশ, দমকল ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। প্রায় ৩৮ থেকে ৫১ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে একজন পাঁচ বছরের শিশু। গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন -  Babar Azam: বাবর আজম, সাংবাদিকের প্রশ্নের ক্ষুদ্ধ, টেস্ট দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হবে

সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার নেওয়ার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে মহারাষ্ট্র সরকার।

বিশেষজ্ঞদের প্রাথমিক মত, সেতুর নিচের কাঠামোয় ব্যাপক মরিচা ও জীর্ণতা ছিল, যা অতিরিক্ত ভিড়ের চাপে হঠাৎ ভেঙে পড়েছে। জানা গেছে, কয়েক মাস আগেই এই সেতুর পরিবর্তে একটি নতুন ব্রিজ নির্মাণের অনুমোদন মিলেছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই প্রকল্পে কাজ শুরু হয়নি।

আরও পড়ুন -  শেক্সপিয়ার সরণির শুটআউট কাণ্ডের মূল শুটারকে গ্রেফতার

এই দুর্ঘটনার পর পুনে-সহ গোটা রাজ্যের পুরনো সেতুগুলির জরুরি ভিত্তিতে অডিট করার নির্দেশ দিয়েছে প্রশাসন। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে ব্রিজ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নীতিতে বড়সড় পরিবর্তন আনার ভাবনা শুরু হয়েছে।