Weather Kolkata: কলকাতায় দুপুরেই অন্ধকার, আসছে ঝড়বৃষ্টি, কমলা সতর্কতা জারি।
৩০ এপ্রিল ২০২৫, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কলকাতার আকাশ ঘন মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। এই দুই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।
বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
আজ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সারা সপ্তাহ কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হবে বলে পূর্বাভাস, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা কোথাও কোথাও ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। এই পরিস্থিতি শুক্রবার পর্যন্ত চলতে পারে।
তাপমাত্রায় হ্রাস
ঝড়বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি, যা সোমবারের তুলনায় ৪.৪ ডিগ্রি কম। বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম।
সতর্কতা ও পরামর্শ
আবহাওয়া দফতর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ঝড় ও বজ্রবিদ্যুৎ চলাকালীন খোলা জায়গা এড়াতে এবং সম্ভব হলে ঘরের ভিতরে থাকার অনুরোধ জানানো হয়েছে। বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
