মেয়েদের জন্য মধ্যপ্রদেশ সরকারের নতুন উপহার, বছরে ৫,০০০ স্কলারশিপ শুধুমাত্র একমাত্র কন্যা সন্তানদের জন্য

Published By: Khabar India Online | Published On:

মেয়েদের জন্য মধ্যপ্রদেশ সরকারের নতুন উপহার, বছরে ৫,০০০ স্কলারশিপ শুধুমাত্র একমাত্র কন্যা সন্তানদের জন্য।

মধ্যপ্রদেশ সরকার সম্প্রতি একমাত্র কন্যা সন্তানদের জন্য একটি নতুন শিক্ষাবৃত্তি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো উচ্চশিক্ষার পথে আর্থিক প্রতিবন্ধকতা দূর করে মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা। এই উদ্যোগের অধীনে নির্বাচিত ছাত্রীরা প্রতি বছর ৫,০০০ বৃত্তি হিসেবে পাবেন, যা তাদের বই, স্টেশনারি ও কোচিংয়ের খরচ মেটাতে কাজে আসবে।

আরও পড়ুন -  ভারতীয় অ্যাথলিট হিসেবে সোনা জয় নীরজ চোপড়ার, সোনা জিতলেন জ্যাভেলিনে

যোগ্যতার শর্তাবলি:
• আবেদনকারীকে অবশ্যই মধ্যপ্রদেশ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• সে তার বাবা-মায়ের একমাত্র কন্যা সন্তান হতে হবে।
• দশম শ্রেণিতে মধ্যপ্রদেশ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে।
• বর্তমানে একাদশ বা দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত থাকতে হবে।
• তার স্কুলের মাসিক টিউশন ফি ১,৫০০-এর নিচে হতে হবে।

আরও পড়ুন -  IPhone: আইফোন ১৩ আত্মপ্রকাশ ঘটল !

প্রয়োজনীয় নথিপত্র:
• একমাত্র কন্যা সন্তানের শংসাপত্র
• পাসপোর্ট সাইজের ছবি
• আধার কার্ড
• বাসস্থান প্রমাণপত্র
• রেশন কার্ড
• দশম/একাদশ শ্রেণির মার্কশিট
• ভোটার আইডি (যদি প্রযোজ্য হয়)
• ব্যাংক পাসবইয়ের অনুলিপি। 

আবেদন পদ্ধতি:
যোগ্য ছাত্রীরা তাদের বিদ্যালয়ের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে আবেদন জমা দিতে পারবে। অধ্যক্ষ শিক্ষার্থীর প্রোফাইল আপডেট করে এবং সমস্ত তথ্য মধ্যপ্রদেশ শিক্ষা পোর্টালে আপলোড করবেন। আবেদন প্রক্রিয়া শুরু করার আগে শিক্ষার্থীর প্রোফাইল সঠিকভাবে হালনাগাদ থাকা আবশ্যক।

আরও পড়ুন -  Pakistan Floods: পরিস্থিতির আরও অবনতি, পাকিস্তানের বন্যায় ৫৭ জনের প্রাণহানি

এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার একমাত্র কন্যা সন্তানদের শিক্ষা ও স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছে, এবং পরিবারগুলোর আর্থিক চাপে কিছুটা হলেও স্বস্তি এনে দিচ্ছে।