Railway Ticket New Rules: নতুন নিয়মে ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিং, ১০ এপ্রিল থেকে যাত্রীদের জন্য সুখবর

Published By: Khabar India Online | Published On:

Railway Ticket New Rules: নতুন নিয়মে ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিং, ১০ এপ্রিল থেকে যাত্রীদের জন্য সুখবর।

ভারতীয় রেলওয়ে তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও যাত্রীবান্ধব করেছে। ২০২৫ সালের ১০ এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর হচ্ছে, যা যাত্রীদের সময় বাঁচাবে এবং বুকিং প্রক্রিয়া আরও স্বচ্ছ করবে।

নতুন তৎকাল বুকিং সময়সীমা:
• এসি ক্লাসের তৎকাল টিকিট: সকাল ১০:১০ মিনিট থেকে
• স্লিপার ক্লাসের তৎকাল টিকিট: সকাল ১১:১০ মিনিট থেকে
পূর্বে এই দুই ক্লাসের বুকিংয়ের মধ্যে ৩০ মিনিট ব্যবধান থাকলেও, নতুন নিয়মে তা কমিয়ে আনা হয়েছে মাত্র ১০ মিনিটে। ফলে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হবে না।

আরও পড়ুন -  Hot Videos: দেশি ভাবী স্লিভলেস ব্লাউজ পরা হট ভিডিও শেয়ার করেছেন, বাচ্চাদের সামনে ভুলেও দেখবেন না

অনুমোদিত এজেন্টদের অগ্রাধিকার
নতুন ব্যবস্থায় শুধুমাত্র নিবন্ধিত ও IRCTC অনুমোদিত এজেন্টরা তৎকাল টিকিট বুকিংয়ে অগ্রাধিকার পাবেন। এতে করে:
• দ্রুত বুকিং সম্ভব হবে
• নির্ভরযোগ্যতা বাড়বে
• দালালদের কার্যকলাপে রাশ টানা যাবে

নিরাপদ বুকিংয়ের জন্য বাধ্যতামূলক OTP ও CAPTCHA
প্রত্যেকটি অনলাইন তৎকাল টিকিট বুকিংয়ের সময়:
• মোবাইলে পাঠানো OTP
• সঠিক CAPTCHA পূরণ করা বাধ্যতামূলক
এতে করে জালিয়াতি ও অস্বচ্ছ বুকিং কমে আসবে।

অনলাইনে তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়া:
১. IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করুন
২. ভ্রমণের তারিখ, ট্রেন নম্বর ও শ্রেণি নির্বাচন করুন
৩. ‘কোটা’ অপশন থেকে ‘তৎকাল’ নির্বাচন করুন
৪. যাত্রীর নাম, বয়স ও লিঙ্গ সহ প্রয়োজনীয় তথ্য দিন
৫. মোবাইলে পাওয়া OTP এবং CAPTCHA দিন
৬. পেমেন্ট সম্পন্ন করে টিকিট নিশ্চিত করুন

আরও পড়ুন -  Ranbir Kapoor: রণবীর, মাদক ছাড়লেন কী ভাবে?

অফলাইনে তৎকাল টিকিট বুক করার নিয়ম:
যাঁরা রেলস্টেশন থেকে সরাসরি টিকিট নিতে চান: ১. নিকটবর্তী রেলওয়ে স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে যান
২. নির্ধারিত তৎকাল আবেদন ফর্ম পূরণ করুন
৩. প্রয়োজনীয় নথি ও অর্থ প্রদান করুন
৪. টিকিট সংগ্রহ করুন

আরও পড়ুন -  আস্ত একটি বাস চুরি! ধরা পড়ল এক দুষ্কৃতী

রিফান্ড নীতিমালা:
• ট্রেন বাতিল হলে পূর্ণ রিফান্ড
• ভ্রমণপথ পরিবর্তিত হলে প্রযোজ্য রিফান্ড
• নিম্ন শ্রেণিতে স্থানান্তরিত হলে ভাড়ার পার্থক্য ফেরত

তৎকাল বুকিংয়ের সুবিধা:
• শেষ মুহূর্তের ভ্রমণের সুযোগ
• অনলাইন ও অফলাইন বুকিং সুবিধা
• OTP ও CAPTCHA-এর মাধ্যমে নিরাপদ প্রক্রিয়া
• অনুমোদিত এজেন্টদের মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য বুকিং

নতুন এই নিয়মে যাত্রীদের অভিজ্ঞতা হবে আরও উন্নত, দ্রুত এবং স্বচ্ছ। ভ্রমণের পরিকল্পনা থাকলে এই নিয়মগুলি মাথায় রেখে টিকিট বুক করুন!