Indian Railways: হাওড়া থেকে বারাণসী মাত্র ২ ঘণ্টায়! পূর্ব ভারতে আসছে দেশের দ্বিতীয় বুলেট ট্রেন

Published By: Khabar India Online | Published On:

Indian Railways: হাওড়া থেকে বারাণসী মাত্র ২ ঘণ্টায়! পূর্ব ভারতে আসছে দেশের দ্বিতীয় বুলেট ট্রেন।

ভারতীয় রেল আবারও এক নতুন মাইলফলকের পথে। দেশের দ্বিতীয় বুলেট ট্রেন এবার ছুটবে বারাণসী থেকে হাওড়া, ৭৬০ কিমি পথ মাত্র ২ ঘণ্টায় পেরিয়ে! কেন্দ্র সরকারের এই উচ্চগতির রেল প্রকল্প উত্তর ও পূর্ব ভারতের মধ্যে যোগাযোগে এক নতুন যুগের সূচনা করবে।

কোন রুটে চলবে এই বুলেট ট্রেন?
রেল মন্ত্রকের সূত্র অনুযায়ী, বুলেট ট্রেনটি বারাণসী থেকে শুরু করে বক্সার, আরা, পাটনা, গয়া, ধানবাদ, আসানসোল, দুর্গাপুর এবং বর্ধমান হয়ে হাওড়া পর্যন্ত পৌঁছাবে। এটি শুধু একটি দ্রুত রেলপথ নয়, বরং পর্যটন, শিক্ষা, ব্যবসা এবং আর্থ-সামাজিক উন্নয়নের এক নতুন দ্বার খুলে দেবে।

আরও পড়ুন -  Shannon Kumar Sanu: বিদেশে গায়ের রং নিয়ে কটাক্ষের শিকার, কুমার শানুর কন্যা

রুট ও নির্মাণ পরিকল্পনা
পুরো ট্র্যাকটির দৈর্ঘ্য হবে ৭৬০ কিলোমিটার, যার মধ্যে প্রায় ২৬০ কিমি থাকবে এলিভেটেড ট্র্যাক হিসেবে — বিশেষ করে বিহারের অংশে। উন্নত প্রযুক্তির ব্যবহারে নির্মাণ কাজ হবে, যা গতি ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করবে।

ট্রেনের গতি ও সময়
এই বুলেট ট্রেন ঘণ্টায় ৩৫০ কিমি বেগে ছুটবে, ফলে বারাণসী থেকে হাওড়া পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। কিছু নির্দিষ্ট রুটে যাত্রার সময় বেড়ে হতে পারে সাড়ে ৩ ঘণ্টা। ব্যবসায়ী কিংবা ঘুরতে যাওয়া যাত্রী— সকলের জন্যই এটি হবে এক নতুন যুগের আরামদায়ক ভ্রমণ।

আরও পড়ুন -  Tiyasha Lepcha: এখন কার সাথে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী তিয়াশা, ডিভোর্সের পরে

প্রকল্পের অগ্রগতি
ডিটেলড প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বিহারে জমি চিহ্নিতকরণ ও প্রাথমিক সমীক্ষার কাজ অনেকটাই এগিয়ে গেছে। রুটে অবস্থিত প্রতিটি গুরুত্বপূর্ণ স্টেশনে পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

আরও পড়ুন -  সমুদ্রসৈকতে টাইগার-দিশা

কবে চালু হবে যাত্রী পরিষেবা?
যদিও এখনো পরিষেবার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে রেল মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন— ২০২৭ সালের মধ্যে এই প্রকল্প চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মহারাষ্ট্র-গুজরাট বুলেট ট্রেন প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পূর্ব ভারতেও দ্রুত রেলের যুগে প্রবেশ করছে দেশ।

এই বুলেট ট্রেন শুধু সময়ই বাঁচাবে না, বরং ভারতীয় রেলের পরিকাঠামোয় আনবে এক বিপ্লব। ভবিষ্যতের রেলযাত্রা হবে আরও দ্রুত, আরও নিরাপদ ও অত্যাধুনিক।