Rani Chatterjee: রিমঝিম বৃষ্টিতে সাহসী রোমান্সে রানী চ্যাটার্জী, ভিডিও দেখে মুগ্ধ ভক্তরা।
বর্তমান ডিজিটাল যুগে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই উত্তেজনাপূর্ণ গান ও সাহসী কনটেন্টের আধিক্য। বিগত কয়েক বছরে এই ইন্ডাস্ট্রি এমন সব সাহসী কনটেন্ট উপহার দিয়েছে, যা বলিউডকেও টেক্কা দিয়েছে। শুধু সিনেমা নয়, অ্যালবাম গান, স্টেজ শো কিংবা ইউটিউব—সব জায়গাতেই ভোজপুরি তারকারা তৈরি করছেন নতুন ট্রেন্ড।
এই তালিকায় অন্যতম সাহসী ও জনপ্রিয় নাম রানী চ্যাটার্জী। নিরহুয়া, পবন সিং, খেসারি লাল যাদবের মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গে তার অনস্ক্রিন রোমান্স বারবার শিরোনামে এসেছে। তার গ্ল্যামারাস লুক, কার্ভি ফিগার এবং নিঃসঙ্কোচ অভিনয় তাকে এনে দিয়েছে বিশাল অনলাইন ফ্যানবেস।
সম্প্রতি ইউটিউবে ঝড় তুলেছে রানী চ্যাটার্জীর একটি পুরোনো গান—”রিমঝিম বরসেলা সাওয়ান কে ফুয়ার”। গানের ভিডিওতে দেখা যাচ্ছে, হলুদ শাড়িতে সেজে বৃষ্টিতে ভিজে অভিনেতা রবি কিষানের সঙ্গে সাহসী রোমান্সে মেতে উঠেছেন রানী। দুজনের দুর্দান্ত কেমিস্ট্রি এবং আবেদনময় নাচে দর্শকরা যেন মোহিত। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং ভক্তরা বলছেন—”রাতের ঘুম হারাম করে দিয়েছে এই দৃশ্য!”
রানী চ্যাটার্জী আবারও প্রমাণ করলেন, তিনি শুধু সাহসীই নন, বরং ভোজপুরি ইন্ডাস্ট্রির এক নির্ভরযোগ্য গ্ল্যাম কুইন, যিনি জানেন কীভাবে মন কেড়ে নিতে হয় অনুরাগীদের।