LIC Bima Sakhi Yojana: বীমা সখী যোজনার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

Published By: Khabar India Online | Published On:

LIC Bima Sakhi Yojana: বীমা সখী যোজনার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এলআইসি বিমা সখী যোজনার উদ্বোধন করেছেন, যার মাধ্যমে মহিলারা একসাথে ২১,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। হরিয়ানার পানিপথে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির ঘোষণা করা হয়। ভারত সরকারের সাথে রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা এলআইসি যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে, যা নারীর ক্ষমতায়ন এবং আর্থিক সহায়তার লক্ষ্যে চালু হয়েছে।

এই প্রকল্পের আওতায় আগামী তিন মাসের মধ্যে মহিলাদের হাতে অর্থ আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেও, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সায়নি, এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রীরা। তবে, এলআইসি এখনও এই প্রকল্পের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

আরও পড়ুন -  বিমানের দরজা মাঝ আকাশেই উড়ে গেল, জরুরি অবতরণ

এলআইসি বিমা সখী যোজনা: চাকরির সুযোগ
এই কর্মসূচির মাধ্যমে মহিলারা বীমা এজেন্ট হিসেবে নিয়োগের সুযোগ পাবেন এবং মাসে সর্বোচ্চ ৭,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা লাভ করবেন। এই কর্মসূচির মূল লক্ষ্য গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা। প্রথম বছরে মাসিক ৭,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, প্রতি মাসে ২,১০০ টাকা অতিরিক্ত ইনসেন্টিভও দেওয়া হবে। উপরন্তু, বিমা সংক্রান্ত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কমিশন ভিত্তিক পুরস্কারও থাকছে।

আরও পড়ুন -  পশ্চিমবঙ্গে আয়কর বিভাগ তল্লাশি অভিযান

এলআইসি বিমা সখী যোজনা: নিয়োগ প্রক্রিয়া
প্রকল্পের প্রথম পর্যায়ে ৩৫,০০০ মহিলাকে বীমা এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হবে, এবং পরবর্তী সময়ে আরও ৫০,০০০ মহিলাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রথমে হরিয়ানায় চালু হলেও পর্যায়ক্রমে এটি সমগ্র দেশে সম্প্রসারিত করা হবে।

আরও পড়ুন -  United Kingdom: ব্রিটিশ কর্মচারীরা সবচেয়ে বড় ধর্মঘটে, সমন্বিত ধর্মঘট পালন করছেন

এই যোজনায় নিবন্ধন করতে হলে মহিলাদের বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এই প্রকল্প মহিলাদের কর্মসংস্থান ও আর্থিক সুরক্ষা প্রদান করে স্বনির্ভর করে তুলতে সাহায্য করবে।