DA Update: ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা, কবে আসবে কর্মীদের অ্যাকাউন্টে?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে জল্পনা তুঙ্গে। এখনো পর্যন্ত মোদী সরকার এই বকেয়া পরিশোধ করেনি, যার ফলে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে।
বেতন বৃদ্ধি, তবে কবে?
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের সুপারিশ করেছে, যা কার্যকর হতে পারে ২০১৬ সাল থেকে। তবে এটি বাস্তবায়িত হলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৩০-৩২ হাজার কোটি টাকা।
কারা উপকৃত হবেন?
নতুন বেতন কমিশন কার্যকর হলে প্রায় ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী এর সুবিধা পাবেন।
১৮ মাসের বকেয়া ডিএর বর্তমান অবস্থা
কোভিড মহামারির সময় ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত তিন কিস্তির ডিএ স্থগিত রাখা হয়েছিল। সরকারি কর্মীদের পক্ষ থেকে বারবার দাবি তোলা হয়েছে এই বকেয়া পরিশোধের জন্য।
কেন্দ্রীয় সরকারের অবস্থান
এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার বকেয়া ডিএ প্রদান নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কিছু মাস আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছিলেন যে বকেয়া ডিএ নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।
নতুন পে কমিশন চালু হলে কী হবে?
যদি নতুন পে কমিশন কার্যকর হয়, তাহলে বকেয়া ডিএ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। এমনকি, ৩ শতাংশ হারে ডিএ অনুমোদিত হলেও কেন্দ্রীয় সরকারের ব্যয় হবে প্রায় ৯-১০ হাজার কোটি টাকা।
বেতন বৃদ্ধি কতটা হবে?
নতুন বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ৫১,০০০ টাকা বা তারও বেশি হতে পারে।
বর্তমানে সরকারি কর্মচারীরা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন। প্রশ্ন একটাই, এই বকেয়া মহার্ঘ ভাতা কর্মীদের অ্যাকাউন্টে কবে জমা হবে?