Indian Railways: ভারতীয় রেলের নতুন নিয়ম, টিকিট বাতিল হলেও সম্পূর্ণ টাকা ফেরত পাবেন!
প্রতিদিন লক্ষাধিক যাত্রী ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনে যাতায়াত করেন, বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রীসংখ্যা বেশি থাকে। অনেক সময় যাত্রার কিছুদিন আগে কিংবা শেষ মুহূর্তে টিকিট বাতিল করতে হয়। সাধারণত টিকিট বাতিল করলে নির্দিষ্ট পরিমাণ চার্জ কেটে নেওয়া হয়, তবে কিছু বিশেষ নিয়ম অনুসরণ করলে কোনো চার্জ ছাড়াই পুরো টাকার রিফান্ড পাওয়া সম্ভব!
টিকিট বাতিলে কত টাকা কাটবে?
কনফার্ম টিকিট বাতিলের ক্ষেত্রে ট্রেন ছাড়ার নির্ধারিত সময় অনুসারে রিফান্ড পলিসি কার্যকর হয়:
• ৪৮-১২ ঘণ্টা আগে বাতিল করলে – টিকিটের মোট ভাড়ার ২৫% চার্জ কাটা হবে (সাথে জিএসটি)।
• ১২-৪ ঘণ্টা আগে বাতিল করলে – মোট ভাড়ার ৫০% চার্জ কাটা হবে (সাথে জিএসটি)।
• ৪ ঘণ্টার কম সময়ে বাতিল করলে – কোনো রিফান্ড পাওয়া যাবে না, তবে টিডিআর (টিকিট জমার রসিদ) জমা দিলে কিছু ক্ষেত্রে ফেরত পাওয়া যেতে পারে।
বিভিন্ন শ্রেণির টিকিট বাতিলে চার্জ
• এসি ফার্স্ট ক্লাস / এক্সিকিউটিভ ক্লাস – ২৪০ টাকা + জিএসটি
• এসি টু টিয়ার / ফার্স্ট ক্লাস – ২০০ টাকা + জিএসটি
• এসি থ্রি টিয়ার / এসি চেয়ার কার / এসি থ্রি ইকোনমি – ১৮০ টাকা + জিএসটি
• স্লিপার ক্লাস – ১২০ টাকা
• দ্বিতীয় শ্রেণি – ৬০ টাকা
কখন পুরো টাকা ফেরত পাবেন?
• ওয়েটিং লিস্ট টিকিট কনফার্ম না হলে – কেবলমাত্র ২০ টাকা ক্যানসেলেশন চার্জ কেটে বাকি পুরো টাকা ফেরত দেওয়া হবে।
• চার্ট তৈরি হওয়ার পরও ওয়েটিং লিস্টে থাকলে – স্বয়ংক্রিয়ভাবে টিকিট বাতিল হয়ে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।
• কনফার্ম তৎকাল টিকিট – বাতিল করলে কোনো রিফান্ড পাওয়া যাবে না।
রেলের এই নিয়ম সম্পর্কে সচেতন থেকে টিকিট বুক করুন, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধায় না পড়তে হয়!