LPG Gas Cylinder Price: এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি, স্বস্তির সুযোগ নেই!

Published By: Khabar India Online | Published On:

LPG Gas Cylinder Price: এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি, স্বস্তির সুযোগ নেই!

ফেব্রুয়ারিতে কিছুটা কমার পর আবারও বেড়ে গেল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। এবার প্রতি সিলিন্ডারে মূল্যবৃদ্ধি হয়েছে ৬ টাকা, ফলে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে ১,৯১৩ টাকা, যা পূর্বে ছিল ১,৯০৭ টাকা। নতুন এই মূল্য ১ মার্চ থেকেই কার্যকর হবে। তবে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।

আরও পড়ুন -  করোনা

গ্যাসের দামের ওঠানামার পরিসংখ্যান
গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশের আগে বাণিজ্যিক গ্যাসের দাম ৭ টাকা কমিয়েছিলেন। তবে এবার তা পুনরায় ৬ টাকা বৃদ্ধি পেল। ২০২৪ সালে এই ১৯ কেজি সিলিন্ডারের দাম ৬২ টাকা বেড়েছিল, যদিও নতুন বছরের শুরুতে কিছুটা হ্রাস পেয়েছিল।

আরও পড়ুন -  রেকর্ড গরমে পুড়বে বিশ্ব, ২০২৪ সালে

বিভিন্ন শহরে বাণিজ্যিক গ্যাসের দাম (ফেব্রুয়ারি অনুযায়ী)
• মুম্বই: ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ১,৭৪৯.৫ টাকা (জানুয়ারিতে ছিল ১,৭৫৬ টাকা)
• চেন্নাই: জানুয়ারিতে ১,৯৬৬ টাকা থাকলেও, ফেব্রুয়ারিতে কমে ১,৯৫৯.৫ টাকা হয়

সাম্প্রতিক পরিবর্তন
জানুয়ারিতে প্রতি সিলিন্ডারে ১৪.৫০ টাকা কমেছিল, ফেব্রুয়ারিতে আরও ৭ টাকা হ্রাস পেয়েছিল। তবে বাজেটের আগে কমার পর এবার আবারও দাম বৃদ্ধি পেল।

আরও পড়ুন -  LPG CYLINDER: কমবে LPG সিলিন্ডারের দাম, সরকার ঘোষণা করেছে

বিশেষজ্ঞদের মতে, সাধারণ ভোক্তাদের রান্নার গ্যাসের মূল্য স্থিতিশীল থাকলেও, বাণিজ্যিক খাতে এই মূল্যবৃদ্ধি বড় প্রভাব ফেলতে পারে। ফলে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসার খরচ বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে।