উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর! রেলের বড় ঘোষণা

Published By: Khabar India Online | Published On:

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর! রেলের বড় ঘোষণা।

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর! শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত একটি নতুন সাপ্তাহিক ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি (এনজেপি) হয়ে চলবে এবং প্রতি শুক্রবার রাতে শিয়ালদা থেকে রওনা হবে।

নতুন ট্রেনের সময়সূচি
শিয়ালদা → জলপাইগুড়ি রোড
• প্রস্থান: শুক্রবার, রাত ১১:৪০
• নিউ জলপাইগুড়ি পৌঁছবে: শনিবার, সকাল ১০:০০
• জলপাইগুড়ি রোড পৌঁছবে: শনিবার, দুপুর ১২:১৫
• সময়সীমা: প্রায় ১২ ঘণ্টা ৩৫ মিনিট

আরও পড়ুন -  Horoscope: আজ ১৬ই অক্টোবর, রাশিফল দেখুন

জলপাইগুড়ি রোড → শিয়ালদা
• প্রস্থান: শনিবার, রাত ৮:০০
• শিয়ালদা পৌঁছবে: রবিবার, সকাল ৮:০০
• সময়সীমা: প্রায় ১২ ঘণ্টা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য বাড়তি সুবিধা
বর্তমানে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদার উদ্দেশ্যে বিকেল ও সন্ধ্যার পর বেশ কিছু ট্রেন রয়েছে, যেমন:
• উত্তরবঙ্গ এক্সপ্রেস – বিকেল ৫:৫০
• দার্জিলিং মেল – সন্ধ্যা ৭:৪৫
• কাঞ্চনকন্যা এক্সপ্রেস – সন্ধ্যা ৭:৫০
• পদাতিক এক্সপ্রেস – রাত ৮:৩০

আরও পড়ুন -  Sara Ali Khan: হ্যাট্রিক! সারা আলী খান

নতুন ট্রেনটি মূলত জলপাইগুড়ি রোড স্টেশন থেকে চলবে, যা উত্তরবঙ্গের আরও বিস্তৃত এলাকার যাত্রীদের জন্য সুবিধাজনক হবে।

রাতের ট্রেন চালুর দাবি ও রেলের সিদ্ধান্ত
নিউ জলপাইগুড়ি থেকে রাত সাড়ে ৮টার পর কলকাতাগামী কোনো ট্রেন ছিল না, যা যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিজেপি রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য এই বিষয়ে রেল মন্ত্রককে চিঠি দেন এবং নতুন ট্রেন চালুর দাবি তোলেন। সেই আবেদন বিবেচনা করেই রেল বোর্ড এই সাপ্তাহিক ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন -  আধার কার্ডে নতুন মোবাইল নম্বর আপডেট করার সহজ পদ্ধতি

এই নতুন ট্রেনের সংযোজন উত্তরবঙ্গের যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যময় ও সুবিধাজনক যাত্রার সুযোগ করে দেবে।