আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিষ্ফোরক সোহিনী, তিনি কি কথা জানিয়ে দিলেন?
অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar) আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি সন্তান চান না এবং মা হতে চান না। সোমবার কলকাতা মেডিকেল কলেজে একটি গণ কনভেনশনে বক্তব্য রাখার সময় সোহিনী বলেন, তিনি কান্না জমিয়ে রাখতে চান, কারণ কাঁদলে শরীর দুর্বল হয়ে যাচ্ছে। তিনি তিলোত্তমার জন্য প্রতিবাদ করছেন, তবে মনে হচ্ছে, এই দেশে এবং রাজ্যে থাকতে হবে এবং কাজ করতে হবে।
সোহিনী বলেন, তাঁর সদ্য বিবাহিত স্বামীকে তিনি প্রশ্ন করেছেন, কোন দেশে মা হবেন? এমন দেশে সন্তান আনতে চান না। তিনি আরজিকরের জুনিয়র ডাক্তারদের নিয়েও চিন্তা প্রকাশ করেছেন। তাঁর মতে, আন্দোলন থামালে ওই চিকিৎসকরা ভালো থাকবেন না, তাঁদের ফেল করে দেওয়া হবে বা বদলি করা হবে।
এছাড়া, সামনে পুজো আসছে, তিনি চান না যে পুজোর আনন্দে সবাই সবকিছু ভুলে যাক। উল্লেখ্য, ১৪ এপ্রিল রাতে মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচিতে সোহিনী অংশ নিয়েছিলেন এবং বিচারের দাবিতে সুর তুলেছিলেন। সম্প্রতি, তিনি গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, প্রায় এক বছর প্রেম করেছেন।