কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোটেল বুকিংয়ের নিয়মে পরিবর্তন

Published By: Khabar India Online | Published On:

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোটেল বুকিংয়ের নিয়মে পরিবর্তন।

ভাদ্র মাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই মাসেই রয়েছে কৌশিকী অমাবস্যা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে তারাপীঠে প্রচুর ভক্তের সমাগম হয়, ফলে সেখানে স্থানাভাবের সৃষ্টি হয়। তারাপীঠের সব হোটেল ও হলিডে হোমগুলোতে জায়গা পাওয়া বেশ কঠিন হয়ে পড়ে। আপনি যদি আসন্ন কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, এই প্রতিবেদনটি পড়ুন।

আরও পড়ুন -  Google: টাকা লাগবে সার্চ দিতেও, গুগলে

হোটেল বুকিংয়ের নিয়মে একটি বড় পরিবর্তন আনা হয়েছে। আসন্ন কৌশিকী অমাবস্যার আগেই এই পরিবর্তনগুলি কার্যকর করা হয়েছে, না জানলে সমস্যায় পড়তে পারেন। প্রতি বছর এই সময় তারাপীঠে ভক্তদের ভিড় লেগেই থাকে। যেমন ট্রেনের টিকিট পাওয়া মুশকিল হয়ে পড়ে, তেমনি হোটেলে বুকিং করাও সমস্যা হয়ে দাঁড়ায়। তার ওপর হোটেল বুকিংয়ের নতুন নিয়মে বদল আসায় পুণ্যার্থীরা আরও সমস্যায় পড়তে পারেন।

আরও পড়ুন -  আসতে চলেছে ভারতে দশটি স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেনের সম্ভাব্য রূটগুলি জানুন

প্রতি বছরের মতো এবারও কৌশিকী অমাবস্যায় মা তারা পূজিত হবেন ধুমধাম করে। এই সময় তারাপীঠের পরিবেশে বিশেষ পরিবর্তন দেখা যায়। পঞ্জিকা অনুযায়ী, এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হবে বাংলার ১৫ই ভাদ্র, রবিবার বিকেল ৫টা ৭ মিনিট থেকে (ইংরেজি ২রা সেপ্টেম্বর) এবং শেষ হবে ১৭ই ভাদ্র মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিটে (৪ঠা সেপ্টেম্বর)।

এই সময় যারা তারাপীঠে যান, তারা জানেন যে হোটেলগুলোতে তিন দিনের প্যাকেজ সিস্টেম থাকে। তবে অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে হোটেলের প্যাকেজের ভাড়া অনেকটাই বেশি থাকে।

আরও পড়ুন -  ভোট প্রচার

তবে এবার নিয়মের পরিবর্তনের ফলে, আপনি অমাবস্যার দিন তারাপীঠে এসে সেদিন রাতে থেকে পরের দিন ফিরে যেতে পারবেন। জানা গেছে, হোটেল ব্যবসায়ীরাও প্রশাসনের নির্দেশ মেনে একদিনের জন্য হোটেল বুকিং নেওয়া শুরু করেছেন।