ছেলেকে নানিদের কাছে রেখেই বিগ বসে! সলমনের শো নিয়ে নুসরতের বড় আপডেট

Published By: Khabar India Online | Published On:

ছেলেকে নানিদের কাছে রেখেই বিগ বসে! সলমনের শো নিয়ে নুসরতের বড় আপডেট।

সম্প্রতি শেষ হয়েছে বিগ বস (Bigg Boss) ওটিটি-এর সর্বশেষ সিজন। এবার টেলিভিশনে সলমন খান সঞ্চালিত বিগ বসের ১৮তম সিজন নিয়ে শুরু হয়েছে চর্চা। শো-এর প্রতিযোগীদের তালিকা নিয়ে চলছে নানা গুঞ্জন, আর সেই তালিকায় যোগ হতে পারে বাংলা থেকে অভিনেত্রী এবং প্রাক্তন লোকসভা সাংসদ নুসরত (Nusrat Jahan) জাহানের নাম। শোনা যাচ্ছে, নুসরত তাঁর ছেলে ঈশানকে নানিদের ভরসায় রেখেই বিগ বসে যোগ দিতে চলেছেন।

আরও পড়ুন -  Mimi Chakraborty: বিদেশে ছুটি কাটাচ্ছেন মিমি, ছোট্ট টপ-শর্টস পোশাকে

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে এমন খবর শোনা যাচ্ছে। আগের সিজনেও এমন গুঞ্জন উঠেছিল নুসরতকে নিয়ে। তবে সেবারে শোনা গিয়েছিল যে ঈশান ছোট থাকায় এবং তাঁর যত্নের জন্য বিগ বসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন নুসরত। কিন্তু এবারে সেই বাধা নেই। ঈশান অনেকটা বড় হয়ে গেছে, তাই কি এবার নুসরত সত্যিই বিগ বসে যোগ দিচ্ছেন?

এই গুঞ্জনের জবাব নিজেই দিয়েছেন নুসরত। তিনি সোশ্যাল মিডিয়া স্টোরিতে লেখেন, “সবাইকে জানাতে চাই যে আমি বিগ বস ১৮-এ যোগ দিচ্ছি না। প্ল্যাটফর্মের প্রতি সম্মান রেখে বলছি, এটি একটি ভুয়ো খবর যা চারিদিকে ছড়িয়েছে। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।”

আরও পড়ুন -  Nusrat Jahan: সময় কম, বৃহস্পতিবারই মা হতে চলেছেন নুসরত জাহান !

কিছুদিন আগেই নুসরত তাঁর ছেলে ঈশানকে প্রথমবার প্রকাশ্যে এনেছিলেন। নুসরত জানিয়েছিলেন, ঈশান দেখতে অনেকটা তাঁর বাবার মতো হয়েছে। ছেলের ত্বকের যত্ন নেওয়ার জন্য নুসরত মূলত ঘরোয়া টোটকার উপর নির্ভর করেন, আর ঈশানের নানিরা এই বিষয়ে নানা উপদেশ দিয়ে থাকেন।

আরও পড়ুন -  Anjali Arora: শরীর দেখা যায় শাড়ি পরলেও, স্বল্প পোশাকে সাফ জবাব অঞ্জলির

মাঝে নুসরত এবং যশ দুজনেই কিছুদিনের বিরতি নিয়েছিলেন। নুসরত জানিয়েছিলেন, “সেন্টিমেন্টাল” সিনেমা মুক্তি পাওয়ার পর নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার আগে একটু বিশ্রাম প্রয়োজন ছিল। এখন তাঁরা আবার কাজে ফিরেছেন। নিজেদের প্রযোজনা সংস্থাকে ‘সন্তান’ বলে উল্লেখ করে নুসরত জানিয়েছেন, তাঁদের আগামী প্রকল্পের অর্ধেক কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হলেই তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)