বুদ্ধদেব ভট্টাচার্য জীবিত অবস্থায় চক্ষুদান এবং দেহদান করার অঙ্গীকার করেছিলেন, দৃষ্টি ফিরে পেলেন দুজন

Published By: Khabar India Online | Published On:

বুদ্ধদেব ভট্টাচার্য জীবিত অবস্থায় চক্ষুদান এবং দেহদান করার অঙ্গীকার করেছিলেন, দৃষ্টি ফিরে পেলেন দুজন।

বৃহস্পতিবার বাংলার রাজনীতিতে একটি যুগের অবসান ঘটল। প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি, এবং শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুদ্ধদেব ভট্টাচার্য জীবিত অবস্থায় চক্ষুদান এবং দেহদান করার অঙ্গীকার করেছিলেন। তাঁর মৃত্যুর পর, পরিবারের সদস্যরা শোকের মাঝেও নিজের কর্তব্য পালন করেন। সেইমতো তারা চক্ষুদান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন, দুপুরের মধ্যেই তাঁর কর্ণিয়া সংগ্রহ করা হয়। রিজিয়োনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজি (আরআইও) এই প্রক্রিয়াটি সম্পন্ন করে। এরপর সন্ধ্যায় দুই ব্যক্তির চোখে বুদ্ধদেবের কর্ণিয়া স্থাপন করা হয়, যা তাঁদের নতুন দৃষ্টি ফিরিয়ে দেয়।

আরও পড়ুন -  নতুন লুকে আসছে Bajaj Pulsar NS250, টেক্কা দিতে KTM কে

আরআইও এর ডিরেক্টর জানিয়েছেন যে প্রয়াত মুখ্যমন্ত্রীর কর্ণিয়ার মান খুবই ভালো ছিল, কারণ তিনি তাঁর জীবনের শেষ কয়েক বছরে চোখের ছানি অপারেশন করাননি। এই কর্ণিয়া দু’জনের জীবনে নতুন আলো নিয়ে এসেছে, তবে নিয়ম অনুযায়ী তাঁদের পরিচয় গোপন রাখা হয়েছে।

আরও পড়ুন -  Jagnoor Aneja: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘লাভ স্কুল’ খ্যাত জুগনূর আনেজা

বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন এবং শেষ কয়েক বছর তিনি প্রায় গৃহবন্দি জীবন কাটাচ্ছিলেন। বুধবার রাতেও তাঁর শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গিয়েছিল, তবে সেই সময় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছিল। বৃহস্পতিবার সকালে তিনি প্রাতরাশের পর চা পান করেছিলেন, কিন্তু এরপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। নেবুলাইজারের মাধ্যমে শ্বাসকষ্ট কমানোর চেষ্টা করা হলেও, তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা এসে পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -  US Journalist: খেলা চলাকালে মার্কিন সাংবাদিকের মৃত্যু, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে

বুদ্ধদেব ভট্টাচার্য তাঁর দেহদান করার অঙ্গীকার করেছিলেন এনআরএস মেডিকেল কলেজে, যাতে ভবিষ্যতে চিকিৎসা সংক্রান্ত গবেষণার কাজে তাঁর দেহ ব্যবহার করা যায়। মরণোত্তর তাঁর দেহ সেখানেই দান করা হবে।