পুজোর সময় কি বৃষ্টির সম্ভাবনা থাকবে? মৌসম ভবনের আবহাওয়া নিয়ে আপডেট।
বাংলায় বর্ষাকালের আগমন ক্যালেন্ডারের পাতায় অনেক আগেই চিহ্নিত হলেও, প্রকৃতির খেলায় বৃষ্টির (Rain Update) দেখা মিলতে বিলম্ব হয়েছিল। গরমের দাবদাহে নাজেহাল শহরবাসী অবশেষে জুলাই মাসের শেষে বৃষ্টির স্বস্তি পেয়েছেন। অগাস্টের প্রথম দিকে বৃষ্টির ঘাটতি পূরণ হয়েছে, টানা বৃষ্টিপাতে অনেক এলাকা জলের নীচে চলে গেছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর মনে উদ্বেগ দেখা দিয়েছে।
বর্ষার আগমন সত্ত্বেও, এ বছর বৃষ্টি শুরু হতে দেরি হয়েছে। নিম্নচাপের প্রভাবে গত তিন দিন ধরে দক্ষিণবঙ্গ ভিজছে। কিছু এলাকায় জল হাঁটু পর্যন্ত উঠে গেছে। এর মধ্যেই মৌসম ভবন জানিয়েছে, দুর্গাপুজোর আগে এই রাজ্যে এবং সারা দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। এতে প্রশ্ন উঠেছে, পুজোর সময়ও কি বৃষ্টির সম্ভাবনা থাকবে?
মৌসম ভবন আরও জানিয়েছে, অগাস্টের শেষে লা নিনার প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অগাস্ট মাস এবং সেপ্টেম্বরে প্রায় ৪২২.৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এ বছর অক্টোবরের শুরুতে দুর্গাপুজো হওয়ায়, পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা অস্বীকার করা যাচ্ছে না।
জুন এবং জুলাইয়ে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও, জুলাইয়ে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। মধ্য ভারতে ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে দেশের বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। গাঙ্গেয় সমতলভূমি, মধ্য ভারত এবং দক্ষিণ পূর্ব উপকূলে তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে কম থাকবে।