Weather Update: আজকে কি শুক্রবারের থেকেও বেশি বৃষ্টি হবে!

Published By: Khabar India Online | Published On:

Weather Update: আজকে কি শুক্রবারের থেকেও বেশি বৃষ্টি হবে!

ভরা বর্ষার মরশুমে বৃষ্টি সেই রকম দেখা নেই। এখন আকাশটা দেখলেই মনে হচ্ছে শরৎকাল। কখনো মেঘলা আকাশ করছে। ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি মিলছে, এরপর গত বৃহস্পতিবার রাত থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে।

আরও পড়ুন -  Kolkata Metro: মেট্রো কর্তৃপক্ষ পথ তৈরি করছে আপদকালীন, ইস্ট-ওয়েস্ট মেট্রোর বউবাজারে কাজ শুরু

13 জুলাই:

কলকাতা: মেঘলা উচ্চ তাপমাত্রা 94°F এবং সর্বনিম্ন 82°F। সকালে বৃষ্টি এবং বিকেলে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গ: জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, কালিম্পং, কোচবিহার এবং দার্জিলিং-এর মতো অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন -  Nysa Devgan: কাজল কন্যা পার্টিতে বেসামাল, এমন অবস্থা নাইসার, দেখুন ভিডিও

দক্ষিণবঙ্গ: মেদিনীপুর, 24 পরগনা, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার মতো অন্যান্য জেলাতেও বৃষ্টি হতে পারে।

জুলাই 14:

কলকাতা: আংশিক মেঘলা উচ্চতা 91°F এবং সর্বনিম্ন 81°F। বিকেলে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গ: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গ: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন -  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পান্ডবেশ্বরের প্রায় ২৫০ জন কর্মী সর্মথক