“লজ্জাহীন…”! প্রকাশ্য রাস্তায় সুরঙ্গনাকে ঠোঁটঠাসা চুমু, ছিছিক্কারের মুখে ঋদ্ধি

Published By: Khabar India Online | Published On:

“লজ্জাহীন…”! প্রকাশ্য রাস্তায় সুরঙ্গনাকে ঠোঁটঠাসা চুমু, ছিছিক্কারের মুখে ঋদ্ধি।

প্রকাশ্যে সুরঙ্গনাকে চুমু। আবারও কটাক্ষের শিকার হলেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। কৌশিক সেনের ছেলে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বান্ধবী সুরঙ্গনা ব্যানার্জিকে প্রকাশ্যে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে। ট্রোলের মুখে পড়লেন কৌশিক সেন পুত্র। ছবি শেয়ার করতেই সোশ্যাল মিডিয়ায় তেড়ে এল নেটিজেনদের একাংশ। তীব্র আক্রমণ, কটুক্তিতে ভরেছে ঋদ্ধির পোস্টের কমেন্ট বক্স।

NABC ২০২৪ এ যোগ দিতে টলিউডের একগুচ্ছ শিল্পী উড়ে গিয়েছেন শিকাগোতে। তালিকায় রয়েছে ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা ব্যানার্জি। গত ৬ জুলাই সেই অনুষ্ঠান শেষ হওয়ার পর বন্ধুদের সঙ্গে আমেরিকা ঘুরছেন ঋদ্ধি সুরঙ্গনা। সম্প্রতি নিউ ইয়র্কে টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে লেন্স বন্দি হন ঋদ্ধি, সুরঙ্গনা ও রাজর্ষি নাগ। একসঙ্গে বেশ কিছু ছবি তুলেছেন তিনজন।

আরও পড়ুন -  Rishabh Pant: এক পায়ে ক্লাচ হাতে হাঁটছেন ঋষভ পন্থ, ক্রিকেট বিশেষজ্ঞরা কি মনে করছেন?

এই ছবির জন্য কিছু নেটিজেন একাংশ কটাক্ষ শানিয়েছেন ঋদ্ধিকে। একজন লিখেছেন, ‘ঠিকই আছে ভাই। তোমার অভিনয় ভালো লাগে। চুমুর ছবি পাবলিক না করলেই ভালো লাগে।’ আরেকজন লিখেছেন, ‘বাবার পয়সা থাকলে এরকম নানা বিদেশী পোজে ছবি দেওয়া যায়।’ আরেকজন তীব্র কটাক্ষ শানিয়ে লিখেছেন, ‘এত নির্লজ্জ প্রকাশ্যে ছবি পোস্ট করছে। তোর মা বাবাও তো দেখছে। তাঁদের সম্মানটা কোথায় যাবে’।

আরও পড়ুন -  Anubrata Mondal: নৈতিক কর্তব্য অনুব্রত মণ্ডলের পাশে থাকাটাঃ শতাব্দী রায়

তবে সবাই এর বিপক্ষে ছিলেন না। অনেকেই স্বাভাবিকভাবেই এই ছবি তুলেছেন। একজন লিখেছেন, “তিনি একটি চুম্বন খেয়েছেন। সবার কি সমস্যা!” কেউ কেউ লিখেছেন বাবা মা দেখলে কি হবে। পিতামাতার খুশি হওয়া উচিত যদি তারা তাদের সন্তানদের তাদের প্রিয়জনকে চুম্বন করতে দেখে। তারাও ছোট ছিল। তাদের কতগুলো বাধ্যবাধকতা ছিল? তারা একে অপরের মুখ দেখতে পায়নি। এটা ভাঙা চোরের সময়। এ সময় তাদের সন্তানদের কারো সাথে দেখে খুশি হওয়া উচিত। আরেকজন লিখেছেন, ‘ওপেন টি বায়োস্কোপের রিক্যাপ’। তবে মন্তব্যেরই উত্তর দেননি ঋদ্ধি।