30 C
Kolkata
Thursday, June 27, 2024

Student Credit Card: চিন্তা করতে হবে না, পড়াশোনার জন্য মোটা টাকা দেবে মমতা সরকার

Must Read

Student Credit Card: চিন্তা করতে হবে না, পড়াশোনার জন্য মোটা টাকা দেবে মমতা সরকার। 

এবার আরও বেশি করে এগিয়ে এলেন পশ্চিমবঙ্গের যুবক-যুবতী থেকে কিশোর-কিশোরীদের স্বনির্ভর করে তুলতে দুর্দান্ত চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ সরকার। এই স্কিমের নাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড। তার জন্য সমস্ত ছাত্র-ছাত্রীরা যোগ্য তারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট সীমা সহ স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন। এর ফলে পরবর্তী পাঁচ বছরে ১.৫ কোটির বেশি শিক্ষার্থীরা উপকৃত হবে।

এই প্রকল্পের জন্য কি যোগ্যতা?

1)রাজ্যে যে সমস্ত ছাত্র-ছাত্রী এই ক্রেডিট কার্ড এর জন্য আবেদন করতে চান, তাদের এই যোগ্যতা গুলি থাকতে হবে।

2) যিনি আবেদন করবেন, তিনি যেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হন। কমপক্ষে ১০ বছর ধরে এই রাজ্যে তাকে বসবাস করতে হবে।

3)ভারতে অথবা বিদেশে স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট ও পোস্ট-ডক্টরেট পড়াশোনার জন্য ঋণ পাবেন।

আরও পড়ুন -  কাঁদলেন আমির খান, মেয়ে-জামাইকে জড়িয়ে ধরে

4)পড়ুয়া ৪০ বছর বয়স পর্যন্ত এই স্কিমের জন্য উপযুক্ত।

5)কোনও শিক্ষার্থী চাকরি পাওয়ার পর, এই ঋণ পরিশোধ করার জন্য সরকার ১৫ বছর সময় থাকবে।

6)আবেদনকারী ৪% কম সুদের হারে লোন পাবেন।

প্রয়োজনীয় নথিগুলি কী?

সরকারের এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের আবেদন করার জন্য, আবেদনকারীর নিম্নলিখিত নথি থাকতে হবে।

-আধার কার্ড
-পরিচয় প্রমাণ
-আয় প্রমাণ (ইনকাম সার্টিফিকেট)
-বসবাসের প্রমাণপত্র
-জাতি শংসাপত্র (প্রযোজ্য হলে)
-রেশন কার্ড
-পাসপোর্ট সাইজ ছবি
-মোবাইল নম্বর

কীভাবে অনলাইনে আবেদন করতে হবে?

WB স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের জন্য আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া নীচে দেওয়া হল। দেখুন-

• আগে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে https://wbscc.wb.gov.in/।

• ওয়েবসাইটের home Page পেজে।

• এখন এখানে ‘Student Registration’ link এ ক্লিক করুন।

আরও পড়ুন -  একের পর এক বাতিল হচ্ছে অধিকাংশ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন, কারন জানলে আপনিও হবেন অবাক

• Link এ ক্লিক করার সাথে সাথে আবেদনপত্র খুলবে।

• ‘Student Registration’ ফর্মটি পূরণ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে রেজিস্টার ক্লিক করে দিন।

• এবার আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এটি পোর্টালে লিখে, Search বাটনে ক্লিক করলেই প্রক্রিয়া সমাপ্ত হয়ে যাবে।

• রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে, একটি আইডি তৈরি হবে, যা আপনার মোবাইল নম্বরে পাঠানো হবে। এইটা আবেদন জমা দেওয়ার জন্য আপনার User ID হিসাবে ব্যবহার করা হবে। এই রেজিস্ট্রেশন ID টি ভবিষ্যতের সকল উদ্দেশ্যে User ID হিসেবে ব্যবহার হবে।

• Student Credit Card আবেদনপত্র পূরণ করতে, আপনার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে Log.in করতে হবে।

• স্কিমের ড্যাশবোর্ডে লগ ইন করার পরে, আপনার আবেদন ফর্মটি পূরণ করা শুরু করুন। এখানে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করবেন।

আরও পড়ুন -  স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী, কী সুবিধা আছে ?

• আবেদনপত্র পূরণ হয়ে গেলে, প্রয়োজনীয় নথি আপলোড করুন। তারপর সম্পূর্ণরূপে আবেদন জমা করে দিন।

• আবেদনপত্র সম্পূর্ণরূপে জমা দেওয়ার সাথে আবেদনপত্রটি সংশ্লিষ্ট অফিসে পাঠানো হবে।

• অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস ট্র্যাক করার সহজ পদ্ধতি।

• পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে।
• Home Page এ গিয়ে Student Login এ ক্লিক করতে হবে।
• ক্যাপচা কোডে আপনার User ID, Password লিখতে হবে।
• তারপর আপনাকে Log in এ ক্লিক করতে হবে।
• এরপর Track Application এ ক্লিক করুন।
• আপনার আবেদনকারীর ID লিখতে হবে।
• Search বোতামে Click করতে হবে। এরপর আপনার ফর্মের স্ট্যাটাস আপনার সামনে খুলে যাবে।

Latest News

VIDEO: যুবতীর দুর্দান্ত নাচ কালো পোশাকে, ইনস্টাগ্রামে সেই ভিডিও ভাইরাল

VIDEO: যুবতীর দুর্দান্ত নাচ কালো পোশাকে, ইনস্টাগ্রামে সেই ভিডিও ভাইরাল। এই সময়ে সোশ্যাল মিডিয়ায় যে কেও ভাইরাল হচ্ছে। সম্প্রতি সোশ্যাল...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img