Vande Bharat Sleeper: স্লিপার কোচ বন্দে ভারত ট্রেন চলবে এই জেলায়

Published By: Khabar India Online | Published On:

Vande Bharat Sleeper: স্লিপার কোচ বন্দে ভারত ট্রেন চলবে এই জেলায়। 

প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেন পেতে পারে বলে আশা করা হচ্ছে ইন্দোর শহর চলতি বছরের শেষের দিকে। ট্রেনটি ইন্দোর ও মুম্বাইয়ের মধ্যে চলার সম্ভাবনা আছে। এই দুই শহরের মধ্যে যাত্রী পরিবহনের জন্য একটি বড় সুবিধা হতে পারে।

এখন ইন্দোর ও মুম্বাইয়ের মধ্যে যাতায়াতের জন্য কেবল দুটি প্রধান ট্রেন আছে। অবন্তিকা এক্সপ্রেস ও ইন্দোর-মুম্বাই দুরন্ত এক্সপ্রেস। অবন্তিকা এক্সপ্রেস একটি দ্রুত ট্রেন। এতে প্রি-বুকিং টিকিট পাওয়া কঠিন হতে পারে। অপরদিকে দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে মাত্র দু’বার চলাচল করে।

আরও পড়ুন -  Web Series: অদ্ভুত ফন্দি যুবতীর পুরুষদের ফাঁদে আনতে, গোপনীয়তা বজায় রেখে দেখবেন সিরিজটি

স্লিপার বন্দে ভারত ট্রেন চলাচল করলে কি সুবিধা পাবে?

এই ট্রেনের সংখ্যা কম থাকার ফলে, বহু যাত্রী ইন্দোর-দাউন্ড এক্সপ্রেসের মতো অন্যান্য ট্রেনে ভ্রমণ করেন। তাদের কল্যাণ-ভাসাই রোডে নামতে বাধ্য হতে হয়। এরপর মুম্বাই যেতে গিয়ে হোটেল অথবা অন্যান্য যানবাহনের ব্যবস্থা করতে হয়। সেই জন্য রেলওয়ে বিশ্বাস করে যে ইন্দোর-মুম্বাই রুটে একটি স্লিপার বন্দে ভারত ট্রেন চালু করা দরকার।

আরও পড়ুন -  Hurricane Julia: হারিকেন জুলিয়ার আঘাতে নিহত অন্তত ২৮, মধ্য আমেরিকায়

তাহলে খুব ভালো হবে। তাহলে এই ট্রেনটি যাত্রীদের আরও দ্রুত, আরামদায়ক ও আধুনিক ভ্রমণ সুবিধা পাবে। এই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনের উপর চাপ কমবে।

বন্দে ভারত ট্রেনগুলি ভারতীয় রেলওয়ের আধুনিক ট্রেন। এগুলি সম্পূর্ণ এয়ার-কন্ডিশনড, Wi-Fi যুক্ত। অনেক সুযোগ-সুবিধা রয়েছে। এগুলি ঘন্টায় ১৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে চলে।

আরও পড়ুন -  দীর্ঘ দূরত্বের বন্দে ভারত এক্সপ্রেস এই রুটে চলবে, রেলমন্ত্রীর বড় ঘোষণা

ভ্রমণের সময়কে কমিয়ে দেয়। ইন্দোরের জন্য বন্দে ভারত ট্রেন চালুর খবর শহরের বাসিন্দাদের মধ্যে উষ্ণ প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই আশা করছেন যে এই ট্রেনটি তাদের মুম্বাই ভ্রমণকে খুব সহজ ও আরামদায়ক করবে।

কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এখনও ইন্দোর-মুম্বাই বন্দে ভারত ট্রেনের জন্য একটি নির্দিষ্ট সময়সূচী ঘোষণা করেনি। বিশেষজ্ঞরা আশা করছেন যে ট্রেনটি অক্টোবর, নভেম্বর অথবা ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে চালু হবার সম্ভবনা রয়েছে।