VIDEO: এক টুকরো কাপড় কোমরে আর পরনে বিকিনি, এই নিয়ে জোরদার ঠুমকা দেখালেন নম্রতা, সেই ভিডিও হয়ে গেল ভাইরাল

Published By: Khabar India Online | Published On:

VIDEO: এক টুকরো কাপড় কোমরে আর পরনে বিকিনি, এই নিয়ে জোরদার ঠুমকা দেখালেন নম্রতা, সেই ভিডিও হয়ে গেল ভাইরাল। 

বর্তমানে বিনোদনে দারুন ভাবে আধুনিক থেকে আরও আধুনিক হচ্ছে। সোশ্যাল মিডিয়ার (Social Media) এই রমরমা দারুন ভাবে বিনোদন দুনিয়ায় প্রভাব ফেলেছে। সোশ্যাল মিডিয়ার নানান প্ল্যাটফর্মে এখন উপলব্ধ আছে বিভিন্ন ধরনের ভিডিও গানের সাথে বহু কিছু।

এখানে ভাষার বাধা পেরিয়ে বিভিন্ন সংষ্কৃতির বিনোদনকে সাথী করেছে মানুষ। তার পেছনে এই সোশ্যাল মিডিয়ার বড় হাত রয়েছে, এটা এখন সবাই জেনে গেছেন।

আরও পড়ুন -  Madhumita Sarcar: বাঁধনছাড়া আবেদন, স্বচ্ছ টপের সাথে শর্টসে, নেটভক্তদের মাথা খারাপ করে দিলেন মধুমিতা

বেশির ভাগ মানুষের জীবনে এই সময়ে ডিজিটাল নির্ভর হয়েছে। ইন্টারনেটের বিস্তীর্ণ দুনিয়ায় সকলে ঘুরে বেড়াচ্ছে। কোনো জরুরি তথ্য যেমন পাওয়া যায় নেটদুনিয়ায়, আবার তেমনি অবসর সময় কাটানোর জন্য বিনোদনের ভাণ্ডার রয়েছে এই নেটদুনিয়া। ভার্চুয়াল দুনিয়ায় আমজনতা ছাড়াও আছেন সেলিব্রিটিরা। তারা অনুরাগীদের জন্য বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও শেয়ার করেন।

সেই সব কনটেন্ট নিয়ে যত বেশি মাতামাতি হয়, সেই জন্য ট্রেন্ডিংয়ে উঠে আসে তারকরা।

কয়েক বছর আগে থেকে বিনোদনের দুনিয়ায় মানুষের স্বাদ বদল হতে শুরু করেছিলো। তখন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি নতুন করে উঠে আসে চর্চায়। আগেও ভোজপুরি সিনেমা ও গানের চাহিদা একই রকম ছিল। নানান উৎসব অনুষ্ঠানে আসর জমানোর জন্য ভোজপুরি গানের জুড়ি নেই।

আরও পড়ুন -  প্রয়াত চিরঞ্জীবীর পুত্রের নামকরণ সারলেন স্ত্রী মেঘনা, মাতৃজঠরে থাকাকালীন সে হারিয়েছে তার বাবাকে !

এই ইন্ডাস্ট্রি থেকে অনেক অভিনেতা ও অভিনেত্রীরা জনপ্রিয়তা পেয়েছেন জাতীয় মঞ্চে। ভোজপুরি ছবি, ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিওর একটি বড় অংশের নির্দিষ্ট দর্শক আছে সব সময়ে। দিনেদিনে এর খ্যাতি এবং উন্মাদনা বাড়ছে ভোজপুরি কনটেন্ট নিয়ে। এই ইন্ডাস্ট্রিরই জনপ্রিয় অভিনেত্রী হচ্ছেন নম্রতা মাল্লা। তিনি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন।

তাঁর বোল্ড অবতারের জন্য অনুরাগীদের কাছে খুব জনপ্রিয়তা আছে এই নম্রতার।

আরও পড়ুন -  প্রিয়াঙ্কা সিং এবং প্রদীপ পান্ডে খাটিয়া রোম্যান্স করলেন, রাজা টুটে বদনিয়া গানে, ভিডিও ভাইরাল

সম্প্রতি তাঁর একটি নাচের ভিডিও নজরে পড়েছে নেটিজেনদের। তিনি বলতে গেলে একদম খোলামেলা অবতারে ধরা দিলেন। সাদা কালো স্ট্রাইপ বিকিনি টপের সাথে কোমরে এক টুকরো রঙিন কাপড় জড়িয়ে জোরদার ঠুমকা মারতে দেখা যাচ্ছে। নম্রতার এই হট অবতার দেখে অবাক হয়ে রয়েছেন নেটিদর্শকরা। ঝড়ের গতিতে এগিয়ে চলেছে এই ভাইরাল ভিডিওটি।


ট্যাগঃ
ভোজপুরি অভিনেত্রী, ডান্স ভিডিও, নম্রতা মাল্লা, ভাইরাল ভিডিও