Dance Video: খেসারি লাল ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়ে গেলেন শালিনীর সঙ্গে, ভিডিও আগে দেখুন

Published By: Khabar India Online | Published On:

Dance Video: খেসারি লাল ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়ে গেলেন শালিনীর সঙ্গে, ভিডিও আগে দেখুন। 

অন্যতম ভোজপুরী অভিনেতা খেসারি লাল। ইউটিউবে তার গান দেওয়া হলেই পৌঁছে যায় বিশ্বের নানান প্রান্তে। দেশের মধ্যে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ বা ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে আছে তার ভক্তরা। ভোজপুরী সিনেমার দুনিয়ায় সুপারস্টার খেসারি লাল যাদব এর সিনেমা বা ভিডিও ইউটিউবে আসলে সেই গান বা ভিডিও চলে যায় লক্ষ লক্ষ মানুষের কাছে। এমন জনপ্রিয় এই নায়ক।

আরও পড়ুন -  Indian Cricketer: থানায় করা হল FIR, স্ত্রীকে মদ্যপ অবস্থায় মারধরের অভিযোগ উঠল, বিনোদ কাম্বলির বিরুদ্ধে

এই ভিডিওগুলি জনপ্রিয়তার ঊর্ধ্বমুখী হয় মুহূর্তের মধ্যেই। কেবল নতুন গান এর ভিডিও না, বহু পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে দারুন জনপ্রিয় হয়। তিনি ভোজপুরী সিনেমার দুনিয়ায় থাকলেই যে কোন গান সুপার-ডুপার হিট।

আরও পড়ুন -  Rashmika Mandanna: রশ্মিকা মন্দানা, নাচিয়ে ছাড়লেন সলমান খানকে

তার প্রত্যেকটি গান ইউটিউবে সুপার-ডুপার হিট হয়।

সম্প্রতি খেসারি লাল এর দারুণ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। যেখানে দেখতে পাওয়া গেছে, খেসারির সাথে অভিনেত্রী সালিনি দুর্দান্ত ভঙ্গিমায় রোমান্সে মাতামাতি করছেন। এই অসাধারণ রোমান্টিক মুহূর্তের ছবি মানুষ ভীষণ পছন্দ করছেন। সা রে গা মা হাম ভোজপুরি নামক ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিডিওটি প্রায় লাখ লাখ মানুষ দেখে নিয়েছেন। খেসারির সাথে দুর্দান্ত ভঙ্গিমায় নাচ করেছেন সকলের প্রিয় অভিনেত্রীর শালিনী। এই গানটি গেয়েছেন খেসারির এবং নেহারাজ।

আরও পড়ুন -  BHOJPURI: ভোজপুরি সিনেমায় ট্র্যাডিশনাল লুকে রোম্যান্সের ঝড় তুললেন আম্রপালি ও নিরহুয়া, ভাইরাল ভিডিও

শুরুতে দেখা গেছে, অভিনেতা এবং অভিনেত্রী দুজনে দাবা খেলছেন। এরপর এই দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। এখন ভিডিওটি পৌঁছে গিয়েছে প্রায় চার কোটি মানুষের সামনে।