Team India New Coach: দ্রাবিড় যাওয়ার পথে, নতুন কোচের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে BCCI.
টিম ইন্ডিয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। ভারতীয় দলের হেড কোচ হওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করেছে বিসিসিআই। সোমবার ‘এক্স’ ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ সম্প্রতি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে টিম ইন্ডিয়া নতুন কোচ পাবে।
আবার কি রাহুল দ্রাবিড় আবেদন করতে পারেন? তিনি আবেদন না করলে ভারতীয় দল নতুন কোচ পাবে। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়। তারপর বিসিসিআই তাঁর সঙ্গে কথা বলে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচের পদে থাকার জন্য রাজি করান।
বোর্ড জানিয়েছে, ২৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত হেড কোচ পদের জন্য আবেদন করা যাবে। তারপর বাছাই প্রক্রিয়ায় আবেদনগুলি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। এরপরে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার ও মূল্যায়ন করা হবে। নতুন প্রধান কোচের মেয়াদ হবে সাড়ে তিন বছর পর্যন্ত। ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হয়ে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
নতুন প্রধান কোচের অধীনে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৫ এবং ২০২৭, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ও ওয়ানডে বিশ্বকাপ ২০২৭.
প্রধান কোচ পদে আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম ৩০টি টেস্ট ম্যাচ বা ৫০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকা দরকার। নাহলে পূর্ণ সদস্য টেস্ট খেলা দেশের প্রধান কোচ হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আইপিএল দল বা সমতুল্য আন্তর্জাতিক লিগ, প্রথম শ্রেণির দল অথবা জাতীয় এ দলের কোচ হিসাবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকা দরকার। বিসিসিআইয়ের লেভেল থ্রি সার্টিফিকেট বা তার সমতুল্য ডিগ্রি আছে এমন ব্যক্তিও আবেদন করতে পারবে। সাথে আবেদনকারীর বয়স ৬০ বছরের কম থাকতে হবে।
ট্যাগঃ
বিসিসিআই, রাহুল দ্রাবিড়, টি-টোয়েন্টি বিশ্বকাপ, টিম-ইন্ডিয়া-নতুন-কোচ
🚨 News 🚨
The Board of Control for Cricket in India (BCCI) invites applications for the position of Head Coach (Senior Men)
Read More 🔽 #TeamIndiahttps://t.co/5GNlQwgWu0 pic.twitter.com/KY0WKXnrsK
— BCCI (@BCCI) May 13, 2024