T20 World Cup 2024: নামেই রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে, তারকা ক্রিকেটারদের

Published By: Khabar India Online | Published On:

T20 World Cup 2024: নামেই রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে, তারকা ক্রিকেটারদের। 

ভারতীয় দল নির্বাচন করা হয়েছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। রোহিত শর্মাকে করা হয়েছে অধিনায়ক। সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে।

যশস্বী জয়সওয়ালের সাথে শিবম দুবের মতো তরুণ তারকারাও এই টুর্নামেন্টে রয়েছেন। ১৫ সদস্যের দলে একাধিক বড় খেলোয়াড় সুযোগ পেয়েছেন। কিন্তু সবাই সব ম্যাচে সুযোগ পাবেন না। বহু খেলোয়াড়কে থাকতে হবে মাঠের সাইডে।

আরও পড়ুন -  Metros: সপ্তমী, অষ্টমী, নবমীতে ২০৪টি মেট্রো চলবে দশমীতে ১৩৮টি মেট্রো চলবে

অধিনায়ক রোহিত শর্মা প্রথম ম্যাচে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে অগ্রাধিকার না-ও দিতে পারেন। আগে এমনটা হয়েছিলো। অধিনায়ক, কোচ এবং ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ঋষভ পন্থ। টুর্নামেন্টে যদি পন্থের ব্যাট আইপিএলের মতো চলে, সঞ্জু মাঠে নামার সুযোগ আদৌ পাবেন কি না সেটাও দেখার আছে।

অলরাউন্ডার হিসেবে অধিনায়ক, কোচ এবং ম্যানেজমেন্টের প্রথম পছন্দ হার্দিক পান্ডিয়া। আইপিএলে অভিজ্ঞ খেলোয়াড়ের পারফরম্যান্স এবার বলার মতো নয়। আন্তর্জাতিক স্তরে তাঁর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে প্লেয়িং ইলেভেনে জায়গা ধরে রাখতে পারেন। সেই জন্য শিবম দুবে আসন্ন বিশ্বকাপে কমই মাঠে নামার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন -  Quarter Final: অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’ ভারত - নিউজিল্যান্ড

ভারতীয় দলের অভিজ্ঞ ফাস্ট বোলার মহম্মদ সিরাজের পারফরম্যান্স এই মুহূর্তে সেই রকম নেই। আবার একই সাথে আর্শদীপ সিং আইপিএলে উইকেট পেয়েছেন, সেই সাথে রানও দিয়েছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গিয়েছিল আর্শদীপকে। এমন পরিস্থিতিতে যদি প্রথম ম্যাচগুলোতে আর্শদীপের পারফরম্যান্স ভালো হয়, তবে সিরাজের পক্ষে মাঠে নামা কঠিন হতে চলেছে।

আরও পড়ুন -  জোরকদমে চলছে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

ট্যাগঃ
হার্দিক পান্ড্য, ভারত, ঋষভ পান্ত, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, টি-টোয়েন্টি বিশ্বকাপ, টিম ইন্ডিয়া, বিশ্বকাপ 2024, বিশ্বকাপ স্কোয়াডে