Rain Update: তাপপ্রবাহ থেকে কবে মুক্তি? আপডেট ঘোষণা করেছে হাওয়া অফিস

Published By: Khabar India Online | Published On:

Rain Update: তাপপ্রবাহ থেকে কবে মুক্তি? আপডেট ঘোষণা করেছে হাওয়া অফিস। 

প্রচণ্ড দাবদাহে (Summer) জ্বলে যাচ্ছে সব কিছু দক্ষিণবঙ্গে। আবার উত্তর বঙ্গের জেলাগুলি ঝড় বৃষ্টিতে ভিজছে। এদিকে কালবৈশাখীর অপেক্ষায় হা পিত্যেশ করে রয়েছেন কলকাতার মানুষ (Kolkata Weather)।

পশ্চিমের একাধিক জেলায় বৈশাখের শুরুতেই শুরু হয়েছে তাপপ্রবাহ (Heatwave)। বাদ পড়েনি কলকাতাও। বিগত ৭০ বছরের রেকর্ড ভাঙা গরম পড়েছে কলকাতায়। তাপমাত্রা পৌঁছেছে ৪৩ ডিগ্রিতে। সবার মুখে শুধু একটি কথা কবে বৃষ্টি?

আরও পড়ুন -  সূর্যের মতো নক্ষত্রগুলি জীবন চক্রের শেষ পর্যায়ে মহাবিশ্বে মেটাল লিথিয়ামের পরিণাম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় – সমীক্ষায় সদ্য প্রকাশিত

আবহাওয়া দফতর বলেছেন, তাপপ্রবাহ থেকে রেহাই পাবে না কলকাতাবাসী। দক্ষিণবঙ্গে আগামী ৪ঠা মে পর্যন্ত হিটওয়েভের সতর্কতা আছে। পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পুরুলিয়া জেলায় তাপপ্রবাহের চরম সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দফতর থেকে।

উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা সহ কলকাতাতেও আগামী শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। শনিবার পর্যন্ত কষ্ট সহ্য করার পর সপ্তাহান্তে আশার আলো দেখাচ্ছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন -  কোপা আমেরিকা আয়োজন নিয়ে শঙ্কা !

আগামী রবিবার ঝড় বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলা। শনিবার বিকেল থেকে উপকূল অঞ্চলে মেঘলা আকাশ থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ পূর্ব মেদিনীপুরে রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির পরিমাণ আরো বাড়বে সোমবার। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতে হবে ঝড়বৃষ্টি।

উপকূলের জেলাগুলিতে ৩০-৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন -  June Malia: তুমুল নাচ বিধায়ক জুন মালিয়ার, কেন ?

কিন্তু শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দিনের তাপমাত্রা থাকবে ৪২ এর আশেপাশে। রাতের তাপমাত্রাও ৩০ এর নীচে নামবে না। মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড গড়েছে কলকাতায়। কলাইকুন্ডাতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০.৪ ডিগ্রি বেড়ে পৌঁছেছিল ৪৭.২ ডিগ্রিতে।

অন্যদিকে উত্তরবঙ্গে দৃশ্যটা একটু অন্য রকম। দার্জিলিং ও কালিম্পংয়ে চলবে বৃষ্টি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ কোচবিহারে বৃষ্টি বাড়বে। নীচের দিকের তিন জেলায় তাপপ্রবাহ থাকবে।