ICC T20 World Cup 2024: টি টোয়েন্টি বিশ্বকাপে কারা জায়গা পেলেন? রইল টিম তালিকা।
এ বছর ক্রিকেট বিশ্বকাপে অবতীর্ণ হতে চলেছে ভারত রোহিত শর্মার নেতৃত্বে। বিশ্বকাপ নিয়ে ভারতে দর্শকদের মধ্যে বিরাট উন্মাদনা আছে। বিশ্বকাপের দলে রয়েছে এক ঝাঁক চমক। নানান প্রশ্ন ছিল এই টিম নির্বাচন ঘিরে। এবারে দীর্ঘ আলোচনার পর এক ঝাঁক চমক নিয়ে ঘোষিত হয়ে গেল ভারতীয় দল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরমেন্স কে গুরুত্ব দিয়েই এবার দল নির্বাচিত হয়েছে বলেই দেখা যাচ্ছে। দলের অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা ও সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা। আমেদাবাদে বোর্ডের দল নির্বাচনী বৈঠকে ভোট সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগরকড় থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পরে ঘোষিত হয় ভারতীয় দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্স কে এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। তার ব্যক্তিগত পারফরমেন্স কোনটাতেই খুব একটা ভরসা দিতে না পারলেও, তার অভিজ্ঞতা রয়েছে অনেক বেশি।
এবারের বিশ্বকাপে তার উপর এই ভরসা রেখেছে ভারতীয় দল। তার জায়গা নিয়ে সন্দেহ থাকলেও টিমে সুযোগের সাথে সহ অধিনায়কত্ব পেয়েছেন।
বিশ্বকাপের স্কোয়াডে আলোচনা ছিল উইকেট কিপারের জায়গাটা ঘিরে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়ে সবাইকে একেবারে চমকে দিয়েছেন ঋষভ পন্থ। এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে তিনি ভালো ব্যাটিং করছেন। সাথে করেছেন দুর্দান্ত উইকেটকিপিং, ক্যাচ ধরছেন তাছাড়া স্টাম্প আউট করছেন।
এই দৌড়ে ছিলেন ঈশান কিষাণ ও জিতেশ শর্মা। ঋষভের অনুপস্থিতিতে ভারতীয় টি-টোয়েন্টি দলে দুজনকেই দেখা গিয়েছিল। তারা দুজনেই খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। সেই জন্য এবারে দলে রাখা হয়েছে ঋষভকে। অপরদিকে, আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করা সঞ্জু স্যামসানকে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে রাখা হলো। লোকেশ রাহুলের জায়গা হয়নি।
এই ভারতীয় দলে অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা, রয়েছেন যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, উইকেট কিপার ঋষভ পন্থ , দ্বিতীয় উইকেট কিপার সঞ্জু স্যামসন, ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যূজবেন্দ্র চাহাল, অর্ষদীপ সিং, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ। অপরদিকে, রিজার্ভ বেঞ্চে রয়েছেন, শুভমন গিল, রিংকু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।
ট্যাগঃ
হার্দিক পান্ড্য, রোহিত-শর্মা, টি-টোয়েন্টি বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড