আবার আইবুড়োভাত খেলেন রূপাঞ্জনা, দীর্ঘদিনের সাথে থাকা সঙ্গীকে নিয়ে দ্বিতীয় বিয়ে

Published By: Khabar India Online | Published On:

বৈশাখ মাস আসছে আবার বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে টেলি পাড়া। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এবার অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। তাঁর দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সাথে সাত পাক ঘুরবেন।

এর মধ্যে ধুমধাম করে আইবুড়োভাত খেয়েছেন রূপাঞ্জনা। সেইগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। চলতি এপ্রিল মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন রাতুল-রূপাঞ্জনা।

সম্প্রতি নিজের ছোটবেলার বান্ধবীর কাছে আইবুড়োভাত খেলেন রূপাঞ্জনা। কলকাতা শহরে নামী বাঙালি রেস্তোরাঁয় হয়েছিল আইবুড়োভাতের আসর। রূপাঞ্জনার সাথে তাঁর হবু বর রাতুলকেও আইবুড়োভাত দিয়েছেন অভিনেত্রীর বান্ধবী। সোশ্যাল মিডিয়ায় এদিনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন রূপাঞ্জনা।

সোনালী পাড়ের উজ্জ্বল গোলাপি রঙের শাড়িতে সেজেছিলেন। অপরদিকে রাতুলকে দেখা গেছে, জিন্স, কালো টিশার্ট এবং নীল শার্টে ক্যাজুয়াল লুকে।

আরও পড়ুন -  Sweta Bhattacharya: ‘যমুনা ঢাকি’ শ্বেতা, জন্মদিন পালন করলেন, সমস্ত ছবি দেখুন

পঞ্চব্যঞ্জন দিয়ে এদিন সাজানো হয়েছিল আইবুড়োভাতের থালা। লুচি থেকে শুরু করে ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছ, মাংস, শেষ পাতে মিষ্টি ব্যবস্থাও ছিল। প্রথমে প্রদীপ দিয়ে হবু দম্পতিকে আশীর্বাদের ব্যবস্থা ছিল। ছবি শেয়ার করে ছোটবেলার বান্ধবীর উদ্দেশে রূপাঞ্জনা লিখেছেন, ‘আমার প্রিয় ঝিমলি, আমাদের বিয়ের আগে এত সুন্দর আইবুড়োভাতের আয়োজন করার জন্য ধন্যবাদ। তোমার সুচিন্তিত আয়োজনে আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে গিয়েছে’।

প্রসঙ্গত, এই নিয়ে দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রূপাঞ্জনা। প্রথমবার রেজাউল হককে বিয়ে করেছিলেন। সেই প্রেমের বিয়ে হলেও অভিনেত্রীর সন্তান হওয়ার পর থেকেই সম্পর্কে চির ধরে।

আরও পড়ুন -  Urfi-Nia: টেক্কা দিচ্ছেন একে অপরকে, উর্ফি-নিয়া!

২০১৭ সালে সেই বিয়ে ভেঙে ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান রূপাঞ্জনা। সেই সময়ে তাঁদের ছেলে রিয়ানের বয়স মাত্র সাড়ে চার বছর। তারপর রাতুল মুখোপাধ্যায়ের সাথে সম্পর্কে হয় রূপাঞ্জনা। সম্পর্কে ছিলেন তাঁরা এক সাথে। গত বছর ২৩ ফেব্রুয়ারি মিরিকে ডন বস্কো চার্চে ছেলের সামনেই বাগদান করেন রূপাঞ্জনা-রাতুল।

আগামী ১৯ এপ্রিল নিউটাউনের একটি নামজাদা হোটেলে বসতে চলেছে রাতুল ও রূপাঞ্জনার বিয়ের ধূমধাম আসর। রেজিস্ট্রি, বিয়ে, রিসেপশন সবই হবে। এরপর ছেলেকে নিয়েই মধুচন্দ্রিমায় উড়ে যাবেন রাতুল-রূপাঞ্জনা।

প্রধান পয়েন্ট:

রূপাঞ্জনা তার দীর্ঘদিনের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সাথে বিয়ে করছেন।
বিয়ের আগে রূপাঞ্জনা তার ছোটবেলার বান্ধবীর কাছে আইবুড়োভাত খেয়েছেন।
রূপাঞ্জনা সোনালী পাড়ের উজ্জ্বল গোলাপি রঙের শাড়িতে সেজেছিলেন।
রাতুলকে দেখা গেছে জিন্স, কালো টিশার্ট এবং নীল শার্টে ক্যাজুয়াল লুকে।
পঞ্চব্যঞ্জন দিয়ে এদিন সাজানো হয়েছিল আইবুড়োভাতের থালা।
রূপাঞ্জনা তার বান্ধবীকে ধন্যবাদ জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
রূপাঞ্জনা প্রথমবার রেজাউল হককে বিয়ে করেছিলেন, কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল।
রাতুল ও রূপাঞ্জনা আগামী ১৯ এপ্রিল নিউটাউনের একটি হোটেলে বিয়ে করবেন।
বিয়ের পর ছেলেকে নিয়েই মধুচন্দ্রিমায় উড়ে যাবেন রাতুল-রূপাঞ্জনা।

ট্যাগঃ
আইবুড়োভাত, রূপাঞ্জনা মিত্র, টেলিভিশন অভিনেত্রী, বিবাহ

আরও পড়ুন -  Tiyasha Lepcha: এখন কার সাথে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী তিয়াশা, ডিভোর্সের পরে