Gold Price Today: সোনার দাম হেরফের হলো কলকাতায়, বাড়লো নাকি কমলো দাম

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: সোনার দাম হেরফের হলো কলকাতায়, বাড়লো নাকি কমলো দাম। 

ভারতে প্রাচীনকালের সংস্কৃতি এখনো রয়ে গেছে দারুন ভাবে। সেই কারণে ভারতে সোনার চাহিদা অন্যান্য পাশ্চাত্য দেশের থেকে খুব বেশি। তাছাড়া সোনার ব্যবহার আছে উপহার দেওয়ার রীতি। যেমন বিয়েবাড়ি থেকে জন্মদিন বা অন্নপ্রাশন অথবা বার্ষিকী উদযাপন সহ নানা ছোটখাটো অনুষ্ঠানেও সোনার গয়না উপহার দেওয়ার রীতি আছে আমাদের।

সোনার এই ঊর্ধ্বমুখী বাজারে গতকাল সোমবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী। আজকে সপ্তাহের দ্বিতীয় দিন মানে মঙ্গলবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ঊর্ধ্বমুখী।

আরও পড়ুন -  নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় ডাব বোঝাই ১০ চাকার ট্রাক

এদিন বৃদ্ধি অথবা হ্রাস পায়নি রূপোর দাম। আজকে সোনার দাম হেরফের হলো কলকাতায়, বাড়লো নাকি কমলো দাম। চলুন দেখি কি বলছে আজকের সোনার দর।

আজকে কলকাতায় সোনার দাম (০৯.০৪.২০২৪-মঙ্গলবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭১,৭৩০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৫,৭৫০ টাকা।

আরও পড়ুন -  Gold Price: সোনা ও রুপোর দাম নিয়ে বড় আপডেট, চেক করে নিন, বছরের দ্বিতীয় দিনে

গতকাল কলকাতায় ছিল সোনার দাম-(০৮.০৪.২০২৪-সোমবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৭১,৬২০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৬৫,৬৫০ টাকা।

আজ মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১১০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
১০০ টাকা।

আজকে কলকাতায় রূপোর দাম (০৯.০৪.২০২৪-মঙ্গলবার)
৮৪,৫০০ টাকা প্রতি কেজি।

গতকাল কলকাতায় ছিল রূপোর দাম (০৮.০৪.২০২৪-সোমবার)
৮৪,৫০০ টাকা প্রতি কেজি।

আরও পড়ুন -  লোকসভার অধ্যক্ষের চিঠির জবাবে কি লিখলেন ? দুই দলত্যাগী সাংসদ, সুনীল ও শিশির

আজ মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব বাজারে সামান্য রয়েছে ঊর্ধ্বমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২২৮৬.৫০ মার্কিন ডলার। আজকে অল্প বেড়ে হয়েছে ২৩৪২.৭১ মার্কিন ডলার। তার প্রভাব দেশীয় বাজারে দেখা গেছে।

ট্যাগঃ
সোনা ও রুপোর দাম, কলকাতায় সোনা ও রৌপ্যের দাম, সোনার দাম, কলকাতায় সোনার দাম, সোনার দাম আজ, রৌপ্যের দাম, কলকাতায় রৌপ্যের দাম, রূপার দাম আজ