TRP KHOBOR: ‘জগদ্ধাত্রী’র জায়গা কোথায়? দুরন্ত সাফল্য পর্ণার, চমক দিয়েছে শ্যামলীও

Published By: Khabar India Online | Published On:

TRP KHOBOR: ‘জগদ্ধাত্রী’র জায়গা কোথায়? দুরন্ত সাফল্য পর্ণার, চমক দিয়েছে শ্যামলীও।

তালিকা চলে এল প্রকাশ্যে এ সপ্তাহের টিআরপি (TRP) খবর। কয়েক মাস ধরে জি বাংলার ‘জগদ্ধাত্রী’ চমক দেখিয়েছে টিআরপি তালিকায়। এ সপ্তাহেও ৮.৮ টিআরপি নিয়ে প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার অন্য সিরিয়াল ‘নিম ফুলের মধু’। ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি ৮.২। সামান্য কম থাকায় ৮.১ নম্বর নিয়ে তৃতীয় স্থান দখল করেছে ‘ফুলকি’। স্টার জলসার ‘গীতা LLB’ আছে চার নম্বরে।

আরও পড়ুন -  Neel-Trina: বিয়ের ৬ মাসের মধ্যে ত্রিনীলের বাড়িতে নতুন সদস্য, মনের আনন্দে নেচে উঠলেন গুনগুন

এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৯। আবার ৭.৬ টিআরপি নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’।
ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ‘কার কাছে কই মনের কথা’। এই সিরিয়ালটি পেয়েছে ৭.০। আবার ৬.৮ নম্বর নিয়ে সপ্তম স্থানে আছে ‘অনুরাগের ছোঁয়া’। অষ্টম স্থানে রয়েছে ৬.৬ নম্বর নিয়ে স্টার জলসার ‘কথা’। আর নবম স্থানে রয়েছে ‘তোমাদের রাণী’। এই ধারাবাহিক পেয়েছে ৬.৪ নম্বর। শেষ দশ নম্বরে রয়েছে স্টারের ‘সন্ধ্যাতারা’। ৬.৩ নম্বর পেয়েছে এই সিরিয়াল।

আরও পড়ুন -  হাওড়ার শিবপুর, উওর হাওড়া এবং বালি সহ বহু এলাকায় কয়েক ঘন্টার বৃষ্টিতে জলে তলায়

সম্পূর্ণ টিআরপি তালিকা দেখা নিনঃ

(১) জগদ্ধাত্রী- ৮.৮
(২) নিম ফুলের মধু- ৮.২
(৩) ফুলকি- ৮.১
(৪) গীতা LLB- ৭.৯
(৫) কোন গোপনে মন ভেসেছে- ৭.৬
(৬) কার কাছে কই মনের কথা- ৭.০
(৭) অনুরাগের ছোঁয়া- ৬.৮
(৮) কথা- ৬.৬
(৯) তোমাদের রাণী- ৬.৪
(১০) সন্ধ্যাতারা- ৬.৩
(১১) জল থই থই ভালোবাসা, – ৫.৯
(১২) আলোর কোলে- ৫.৮
(১৩) লাভ বিয়ে আজকাল- ৫.৭
(১৪) তুমি আশেপাশে থাকলে- ৫.৬
(১৫) হরগৌরী পাইস হোটেল- ৫.৫
(১৬) ইচ্ছে পুতুল- ৫.৩
(১৭) মিঠিঝোরা- ৪.৪
(১৮) মিলি- ৩.৭
(১৯) রামপ্রসাদ- ৩.৬
(২০) চিনি- ৩.২
(২১) মন দিতে চাই- ৩.১
(২২) শ্রীকৃষ্ণ লীলা- ২.৩

আরও পড়ুন -  Bharat Kaul: ' মেয়ের জন্য বাঁচতে চাই ’, বললেন অভিনেতা ভরত কল !

রিয়েলিটি শো: 

(১) দিদি নাম্বার ওয়ান- ৬.২
(২) স্টার জলসা ফিকশন- ৬.০
(৩) দাদাগিরি- ৫.৭
(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.৫