সুখবর নিয়ে এল পূর্ব রেল, আমজনতার সুবিধার জন্য

Published By: Khabar India Online | Published On:

যানজটের সমস্যা নতুন নয় রেললাইনে লেভেল ক্রসিং গেটে (Level Crossing Gate)। জনবহুল এলাকাগুলিতে ট্রেন ঢোকার আগে রেল গেট গুলি বন্ধ করা নিয়ে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাইক, টোটো, সাইকেল, অটো রিক্সা, স্কুটার এবং ছোট বড় গাড়ি রেলগেট গুলিতে যানজটের জন্য সমস্যা হয়।

রেলগেট বন্ধ হতে সময় লাগায় যাত্রীরাও বড়সড় সমস্যায় পরে। আবার রেলগেট পারাপার হওয়ায় ঝুঁকিও থাকে। কর্তব্যরত রেলকর্মীও অনেক সময় এই গেট বন্ধ করতে গিয়ে বিপাকে পড়েন। এই সমস্যার সমাধান হতে চলেছে।

আরও পড়ুন -  Hiran Chatterjee: ’এভাবে কি উন্নয়ন করা যায় ?’ বিধায়ক হিরণ

যাত্রী সাধারণ ও আমজনতার সুবিধার কথা ভেবে পূর্ব রেলের তরফে রোড আন্ডার ব্রিজ বা সীমিত উচ্চতার সাবওয়ে তৈরি হবে। রেলওয়ে লেভেল ক্রসিং গেট প্রতিস্থাপন করে রোড আন্ডার ব্রিজ বা সীমিত উচ্চতার সাবওয়ে তৈরি করা যায় অনেক দ্রুততার সাথে।

রেল লাইনের এপার থেকে অন্য পারে পথযাত্রী ও যানবাহনের পারাপারের জন্য খুব ভালো কাজ হয়। এতে লেভেল ক্রসিং গেটে রেল লাইন ও সড়ক পথের সরাসরি সংযোগ না থাকার কারণে যাত্রী সুরক্ষাও অনেক বাড়ে।

আরও পড়ুন -  Agartala Akhaura Rail Line: মাত্র ১০ ঘন্টা, আগরতলা থেকে কলকাতার যাতায়াতের সময়, রেলমন্ত্রকের বিশেষ উদ্যোগ

২০২৩-২৪ আর্থিক বছরে পূর্ব রেল তার অধিক্ষেত্রে ১৭ টি রোড আন্ডার ব্রিজ বা সীমিত উচ্চতার সাবওয়ে তৈরি করেছে। এতে পথে যান চলাচল ও রেল চলাচলে গতি বৃদ্ধির সাথে রেল অধিকাঠামো গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

আরও পড়ুন -  Indian Railway: নিশ্চিন্তে ট্রেন ভ্রমণ করুন, জেনে নিন ভারতীয় রেলের RAC সিট সংক্রান্ত নিয়ম

হাওড়া ডিভিশনে ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম ও সমুদ্রগড় স্টেশনের মাঝখানে লেভেল ক্রসিং গেট নম্বর ১২/১/ই প্রতিস্থাপন করে সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের জন্য RCC (Reinforced Cement Concrete ) বক্স বসানো হয়েছে।

অপরদিকে মালদা ডিভিশনে দুমকা ও বড়পলাশীর মাঝখানে লেভেল ক্রসিং গেট নম্বর ৪১ এবং ৪২ এর প্রতিস্থাপনের জন্য সীমিত উচ্চতার সাবওয়ে এর জন্য RCC (Reinforced Cement Concrete ) বক্স বসানোর কাজ সম্পন্ন হয়েছে।