Video: শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ, দুর্ধর্ষ নাচ করে ক্যাটরিনা কাইফকে টেক্কা এই যুবতীর

Published By: Khabar India Online | Published On:

সোশ্যাল মিডিয়ায় হল একটি হাতিয়ার এই প্রজন্মের কাছে। এর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিভা সবার সামনে তুলে ধরছেন। আবার পুরনো প্রজন্মের মানুষদের ধারণা মুঠোফোনই নতুন প্রজন্মের উচ্ছন্নে যাবার কারণ।

একটু ভালোভাবে চিন্তা করেন, মুঠোফোনের সাহায্যেও বাড়িতে বসে সৎপথে রোজগারের উপায়। শুধু তাই নয়, প্রতিভাকেও প্রকাশ করতে পারা যায় অতি সহজেই। এখন বাড়ির গৃহবধুরা এই ভাবেই নিজেদের প্রতিভাকে প্রকাশ করতে সক্ষম হচ্ছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

আরও পড়ুন -  এক সুন্দরীর চলন্ত ট্রেনে ‘সামি সামি’ গানে দুর্দান্ত নাচ, নেটদুনিয়ায় প্রশংসা, VIDEO VIRAL

সোশ্যাল মিডিয়ায় নানান রকমের জিনিস ভাইরাল হচ্ছে। আগেকার দিনে এই রকম স্টেজ প্রোগ্রামগুলো যখন হতো, অনেক পরে মানুষের কাছে গিয়ে পৌঁছতো টেলিভিশনের মাধ্যমে। বর্তমানে এই ধরনের অনুষ্ঠানগুলো সামনাসামনি দেখার পরেও কারো যদি ইচ্ছা হয়, বাড়িতে বসে আয়েশ করে দেখতে পারেন।

সহজে তা youtube এর মাধ্যমে দেখে নিতে পারেন। বর্তমানে অন্যান্য গানের সাথে এই ধরনের হারিয়ানভি গানের বেশ চাহিদা রয়েছে।সেই গানের তালে নাচতে খুব ওস্তাদ এইখানে নৃত্যশিল্পীরা।

আরও পড়ুন -  প্রিয়া গামরে এবং নুর মালবিকা অতিক্রম করেছেন সাহসিকতার সমস্ত সীমা, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় শ্বশুরের সঙ্গে, Video Watch

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দারুন একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। এখানে দেখতে পাওয়া গেছে, দুর্দান্ত একটি নাচ। এই অসাধারণ নাচ মানুষ বেশ ভালো করে দেখেছেন। সুন্দর শাড়ি পরে ‘মুন্নি বদনাম হুয়ি’ গানের সাথে দুর্দান্ত পারফর্ম করেছেন এক যুবতী।

এই অসাধারণ নাচ মানুষ তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন। বাড়িতে থেকেও যে এমন সুন্দর নাচ পরিবেশন করা যায়, না দেখলে আপনি বুঝতে পারবেন না।

আরও পড়ুন -  Urfi Javed: হাওয়ায় উড়ে গেলো শাড়ির আঁচল ঊর্ফি জাভেদের, ফটোশুটের মধ্যেই, Video ভাইরাল

নাচটি একবার নয় দেখতে ইচ্ছা করবে বারবার। বেগুনি রঙের শাড়িতে তাঁকে দেখতে ভারী ভালো লাগছে। প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Dimple (@dimpledd_official)