Short Film: একলা রাতের সাথী, এই সাহসী শর্টফিল্ম

Published By: Khabar India Online | Published On:

Short Film টি ১৮+উদ্ধের জন্য। মানুষের পছন্দ দ্রুত বদলাচ্ছে বিনোদন ডিজিটাল নির্ভর হওয়ার সাথে। সিনেমা হলে দর্শক সমাগম হলেও, আগের তুলনায় ক্রেজ কমের দিকে। সেই জায়গা নিয়েছে ডিজিটাল নির্ভর বিনোদন মানে ওয়েব সিরিজ ও শর্ট ফিল্ম (Short Film)।

নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে OTT প্ল্যাটফর্মগুলিও দ্রুত জনপ্রিয়তার শীর্ষের দিকে।

সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওই ভাইরাল হচ্ছে। বিভিন্ন বিষয় নিয়ে নেটপাড়ায় চর্চা হচ্ছে। এখানে ঘরোয়া টোটকা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও শেয়ার করা হচ্ছে নেট মাধ্যমে। এখানে আমজনতা থেকে শুরু করে তারকারাও শেয়ার করেন ফটোশুটের ভিডিও এবং রিল ভিডিও।

আরও পড়ুন -  Lakshi Aradhana: লক্ষী আরাধনায় পসরা সাজিয়ে বসে আছেন, দেখা নেই ক্রেতা সাধারণের

অনুরাগীরাও তাকিয়ে থাকেন এই ধরণের ভিডিওগুলি দেখার জন্য। সেই রকম আবার অনেক মিউজিক ভিডিও অথবা শর্ট ফিল্মও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নানান ভাষার নানান রকমের ভিডিও শেয়ার করা হয় নেট দুনিয়ায়।

সেই গুলি নেটিজেনদের চোখে পড়া মাত্রই ছড়িয়ে যাচ্ছে সর্বত্র। তারপরে হয়ে যায় ভাইরাল।

সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মের কমতি নেই। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম বা টুইটার আবার ইউটিউব, সর্বত্রই ভিডিও শেয়ার করা হচ্ছে। আর সেই সমস্ত ভিডিও দেখার সাথে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মও দেখছেন মানুষ।

আরও পড়ুন -  Logo: লোগো উন্মোচন, ২০২৬ ফুটবল বিশ্বকাপের

ওয়েব সিরিজের জনপ্রিয়তা যেমন বাড়ছে, সেই রকম শর্ট ফিল্মের চাহিদাও ক্রমেই বেড়ে চলেছে দর্শকদের কাছে। এখন মানুষের হাতে সময় কম। খুব কম সময়ের মধ্যে মনটা চাঙ্গা করতে উপযোগী বিনোদনের খোঁজে থাকেন প্রায় অধিকাংশ মানুষ।

আরও পড়ুন -  সম্প্রতি মায়াঙ্কুরের পোস্টার লঞ্চ হল

ইউটিউবে অনেক ভিডিও শেয়ার করা হয় প্রতিনিয়ত। মূলত ভিডিওর জন্যই এই প্ল্যাটফর্ম। শর্ট ফিল্মও শেয়ার করা হয় এমন চ্যানেল কম নেই ইউটিউবে। তার মধ্যে বাংলা শর্ট ফিল্ম দেখতে অনেকেই পছন্দ করছেন খুব। সেটা যদি হয় ১৮+ তাহলে কথাই নেই।

সম্প্রতি একটি বাংলা শর্ট ফিল্ম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নেট দুনিয়ায়।এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটির নাম ‘পাসপোর্ট’। তিন বছর আগে শর্ট ফিল্মটি আপলোড করা হয়েছিল ইউটিউবে। বহু মানুষ দেখে নিয়েছেন।