Web Series: টিজারে তাপ ছড়িয়েছে, মাত্রা ছাড়ানো ঘনিষ্ঠতার ইচ্ছা, এইরকম ওয়েব সিরিজ

Published By: Khabar India Online | Published On:

Web Series টি ১৮+ উদ্ধের জন্য।  OTT প্ল্যাটফর্মে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে সিনেমা, সিরিয়ালের সাথে ওয়েব সিরিজগুলো (Web Series) একই রকম জনপ্রিয়তা পেয়েছে। এখন সব কিছুই ডিজিটাল হয়ে গেছে। বিনোদনই বাকি থাকবে কেন?

করোনার সময়ে ঘরবন্দি মানুষ OTT প্ল্যাটফর্মেই খুঁজে পেয়েছিল বিনোদনের বিভিন্ন ধরনের রসদ। সেই থেকেই ডিজিটাল মাধ্যমগুলোর বাড়বাড়ন্ত। আবার দর্শকদের চাহিদার সাথে পাল্লা দিয়ে বেড়েছে OTT প্ল্যাটফর্মের সংখ্যাও।

আরও পড়ুন -  কাঁপছে কাশ্মীর, মাইনাস ৫ ডিগ্রি তাপমাত্রায়

এই চাহিদাটা কথা মনে করে কিছু কিছু ওয়েব প্ল্যাটফর্ম নিয়ে এসেছে সিরিজের ঝুলি। এখানে রয়েছে সাবস্ক্রাইব করলেই পেয়ে যাবেন বহু বোল্ড কনটেন্ট দেখার রাস্তা। এই রকমের কনটেন্টের জন্য কিছু প্ল্যাটফর্মের জনপ্রিয়তা অত্যন্ত বেড়েছে।

‘ইরোটিক’ ঘরানার গল্পকে নিয়ে ওয়েব সিরিজের আকারে দর্শকদের সামনে পরিবেশন করছে এই প্ল্যাটফর্মগুলি। কিন্তু অবশ্যই একটা মাত্রা রেখে। ওয়েব সিরিজে সেন্সরের কড়া নজর না থাকলেও একটা সীমা অবশ্যই রয়েছে। এমন গল্পও রয়েছে এই প্ল্যাটফর্মে যেগুলোর বোল্ডনেস সীমা ছুঁইছুঁই করছে।

আরও পড়ুন -  রোমান্সে ভরপুর এই নতুন ওয়েব সিরিজ, আগে দরজা বন্ধ করুন তারপর দেখুন

ডিজিটাল বিনোদনে সেন্সরের কড়াকড়ি না থাকায় এখান মন খুলে রগরগে রোম্যান্সের স্বাদ নিচ্ছেন দর্শকরা। অ্যাডাল্ট কনটেন্টের ভক্ত যারা, তাঁদের জন্য আছে বিশেষ প্ল্যাটফর্ম। ULLU, KOOKU, প্রাইম শট এবং MX player (MX Player) এর মতো OTT প্ল্যাটফর্মগুলি।

আরও পড়ুন -  Banned: দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল নিষিদ্ধ

সেখানে উঁকি দিলেই চোখে পড়বে বহু বোল্ড কনটেন্ট। আজকে একটি ওয়েব সিরিজের কথা বলছি, নাম হচ্ছে ‘তাপিস’ ওয়েব সিরিজ।

অতি সম্প্রতি হান্ট সিনেমা অ্যাপ প্ল্যাটফর্মে লঞ্চ হয়েছে নতুন এই ওয়েব সিরিজের টিজার। অতি সম্প্রতি আপলোড হয়েছে এই ট্রেলারটি। পৌঁছে গিয়েছে একটা বড় সংখ্যক দর্শকের সামনে। সাবস্ক্রিপশন করলে দারুন উপভোগ করা যাবে নতুন ওয়েব সিরিজটি।