‘প্রজাপতি’র পর আবার নতুন ছবিতে জুটি বাঁধছেন মিঠুন ও দেব

Published By: Khabar India Online | Published On:

স্টার ( Star ) বলতে সবার প্রথমেই নামটা মনে আসে সেটা হল দেব (Dev) টলিউডে (Tollywood) বর্তমানে। কয়েক বছর ধরেই তিনি একটির পর একটি ছবি রিলিজ করেছেন।

টেলিভিশনের নায়িকাদের নিজের ছবিতে সুযোগ করে দিচ্ছেন তিনি। সাথে কাজ করছেন ইন্ডাস্ট্রির বহুল জনপ্রিয় তথা বর্ষীয়ানদের সাথে। সেই রকম একজন হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

খ্যাতনামা তারকা মিঠুন অভিনয় জগতের। দেবের সাথে বছর দুই আগে ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছিলেন মহাগুরু। বক্স অফিসে শোরগোল ফেলে দিয়েছিল ছবিটি। শেষবার দুজনে আলাদা আলাদা ভাবে নিজেদের নতুন ছবি মুক্তি দিয়েছিলেন। কিন্তু দেবের ছবি ‘প্রধান’ এর সামনে টিকতে পারেনি মিঠুনের ‘কাবুলিওয়ালা’। এবারে শোনা যাচ্ছে আবার নাকি একসাথে কাজ করতে দেখা যাবে মিঠুন ও দেবকে।

আরও পড়ুন -  Neha Malik: সমুদ্রের ধারে সাদা শাড়িতে মোহময়ী ভঙ্গিমায় ভোজপুরি অভিনেত্রী, দেখুন অসাধারণ ছবি!

‘প্রজাপতি’ ছবির সিক্যুয়েল আনা হবে বলে শোনা যাচ্ছে সম্প্রতি। এক সূত্র থেকে জানা যাচ্ছে, পুরনো কোনো ছবির সিক্যুয়েল নয়, বরং আবার নতুন ছবিতে একসাথে জুটি বাঁধতে চলেছেন। এ বিষয়ে প্রযোজক অতনু রায়চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, এমন গুঞ্জন তিনিও শুনেছেন। কখনো শোনা যাচ্ছে, প্রজাপতির সিক্যুয়েল আসছে, আবার কখনো শোনা যাচ্ছে প্রধান এর। তিনি জানান, এ সবই রটনা। এখনও পর্যন্ত কিছুই ঠিক করে ওঠা হয়নি।

আরও পড়ুন -  Rajinikanth: ছুটি ঘোষণা সিনেমা দেখার জন্য রজনীকান্তের

আবার কি দেবের সাথে দেখা যাবে মিঠুনের জুটি? উত্তরে প্রযোজক বলেন, প্রথমে গল্প ঠিক করতে হবে। তারপরে তো অভিনেতা বাছাই হবে। আগে থেকে গুজবে কান দিয়ে লাভ নেই।

আরও পড়ুন -  ৬৬ পল্লীর দুর্গাপুজোর খুঁটিপুজোতে নন্দিনী ভৌমিকের সাথে ঋতাভরী চক্রবর্তী

উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী এখন আছেন কলকাতাতে। ‘শাস্ত্রী’ ছবির শুটিং করছেন। ‘প্রজাপতি’ যে ভাবে দর্শকদের মন জয় করেছিল, তাতে আরো একবার দেব-মিঠুনের জুটি হলে যে সকলেই খুশি হবেন বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, এই মুহূর্তে দেব ব্যস্ত নিজের আসন্ন খাদান ছবিটি নিয়ে। আবার সৃজিত মুখার্জীর সাথে কাজ করবেন।

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)