Bhojpuri: শুভা শর্মার সঙ্গে হানিমুন এই ভাবে করলেন নিরহুয়া, সকলে দেখে হতবাক

Published By: Khabar India Online | Published On:

Bhojpuri: শুভা শর্মার সঙ্গে হানিমুন এই ভাবে করলেন নিরহুয়া, সকলে দেখে হতবাক।

প্রথমেই বলে রাখি ভোজপুরি ইন্ডাস্ট্রির কথা, আম্রপালি দুবে ও নিরহুয়ার জুটি জনপ্রিয়। এই জুটি সিনেমায় তো বটেই, সিনেমার বাইরেও একাধিক অ্যালবাম গানে অভিনয় করেছেন আম্রপালি ও নিরহুয়া। বিশেষ করে তাঁদের রোমান্টিক দৃশ্যগুলো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন -  Bhojpuri: শুভি শর্মার সাথে বিয়ের রাতে দুষ্টুমি করলেন নিরহুয়া, নির্লজ্জতার সীমা পার ভিডিও–তে দেখুন

তাঁদের রোমান্টিক দৃশ্যগুলো দেখার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা। নেট দুনিয়ায় এই রকম লোকের সংখ্যা খুবই কমই রয়েছে যারা ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ আম্রপালি এবং নিরহুয়ার রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন না।

কিন্তু ভোজপুরি তারকা অভিনেতা নিরহুয়া শুধু আম্রপালির সঙ্গে নয়, অঞ্জনা সিং বা মোনালিসার সঙ্গে চরম রোমান্স করেছেন। সেইগুলি খুব পছন্দ করেছেন নেটিজেনরা। সম্প্রতি তারকা অভিনেতা নিরহুয়ার একটি কয়েক মিনিটের গানের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে ইউটিউবে।

আরও পড়ুন -  Hot Dance: সকল গণ্ডি অতিক্রম করলেন এই যুবতী ‘মুন্নি বদনাম’ গানে, ভাইরাল ভিডিও আগে দেখে ফেলুন

তাকে সেখানে ভোজপুরির অত্যন্ত হট অভিনেত্রী শুভা শর্মার সাথে রোমান্স করতে দেখা যাচ্ছে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, “জায়ে দা ই জান” গানে সুন্দরী অভিনেত্রী শুভা শর্মার সাথে রোমান্স করছেন নিরহুয়া। হট অভিনেত্রীর সঙ্গে ফুলসজ্জার রাত উপভোগ করতে সাহসের সর্বোচ্চ সীমা অতিক্রম করতে দেখা গেছে এই তারকাকে।

আরও পড়ুন -  Suhana Khan: জয় নাইটদের, উল্লাস শাহরুখ কন্যা সুহানা

ভিডিওটিতে দুজনের খোলাখুলি রোমান্স নেটিজেনদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে এই দুজনে। সোশ্যাল মিডিয়ার এই উষ্ণ ভিডিওটি লাইন দিয়ে দেখছেন তরুণ প্রজন্মের যুবকরা।