Gold Price Today: ছুটির দিনে সোনার বাজার দেখে নিন কি খবর আজকে? স্বস্তির নিঃশ্বাস ফেলবেন ক্রেতারা

Published By: Khabar India Online | Published On:

Gold Price Today: ছুটির দিনে সোনার বাজার দেখে নিন কি খবর আজকে? স্বস্তির নিঃশ্বাস ফেলবেন ক্রেতারা।

বাংলার ঘরে ঘরে বেজেছে বিয়ের সানাই। সেজে উঠছেন ব্রাইডাল সাজে হাজারো তন্বী। নভেম্বর এবং ডিসেম্বরের পর জানুয়ারি থেকে মার্চ অবধি বাংলায় চলবে বিয়ের সময়।

আর সাত পাকে বাঁধা পড়ার সময় সোনার দামে বৃদ্ধি যেন বিপাকে ফেলেছিল মধ্যবিত্তদের। সোনা কিনতে এই শীতেও কপাল ঘামে ভিজেছিল অনেকের। এখনও অব্যহত সোনার মূল্যবৃদ্ধি।

আরও পড়ুন -  আরতির কিলিং ফিগারে হরিয়ানভি গানের সাথে নাচ, উড়বে রাত ও দিনের ঘুম, VIDEO

সোনার ঊর্ধ্বমুখী বাজারে গতকাল শনিবার কলকাতায় সোনার বাজারদর ছিল উপরের দিকে। সপ্তাহের ছুটির দিন অর্থাৎ রবিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম রইল স্থিতিশীল অবস্থায়।

এদিন বৃদ্ধি বা হ্রাস পেল না রূপোর দামও।
আজ কলকাতায় সোনার দাম (২৮.০১.২০২৪-রবিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৯৫০ টাকা।

আরও পড়ুন -  সোনার দাম আরও কমলো, জুলাইয়ের প্রথম দিনে ভারতে বেশ দুর্বল সোনা

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৭০০ টাকা।

গতকাল সোনার দাম (২৭.০১.২০২৪-শনিবার)।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬২,৯৫০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৭,৭০০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি।

(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি
০০ টাকা।

(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
০০ টাকা।

আরও পড়ুন -  Gold Price after Union Budget: আরও দামী হল সোনা, বাজেট ঘোষণার পর, ব্যবসায়ীদের হাত মাথায়

আজ রূপোর দাম (২৮.০১.২০২৪-রবিবার)
৭৬,০০০ টাকা প্রতি কেজি।

গতকাল রূপোর দাম (২৭.০১.২০২৪-শনিবার)
৭৬,০০০ টাকা প্রতি কেজি।

আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি।

প্রসঙ্গত, রবিবার বিশ্ব বাজারে ঊর্দ্ধমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ২০১৫.৬০ মার্কিন ডলার। আজ সামান্য বেড়ে হয়েছে ২০২১.৯০ মার্কিন ডলার।

প্রতীকী ছবি।