Bhojpuri Video: কাজল রাঘওয়ানির যৌবনে ডুব দিলেন খেসারী লাল, মরিয়া হয়ে করলেন চরম রোমান্স

Published By: Khabar India Online | Published On:

ভোজপুরির প্রায় প্রতিটি গানই উষ্ণ রোমান্সে ভরপুর থাকে। এই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা সবার প্রথমে যে জুটির নাম উঠে আসে সেটি হল আম্রপালি ও নিরহুয়া।

এই জুটির একাধিক সাহসী ডান্স ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের উত্তপ্ত রোমান্স করতে দেখে তীব্র শীতেও উষ্ণতা অনুভব করছেন নেটিজেনরা।

আম্রপালি এবং নিরহুয়া জুটির পর সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন যিনি, তিনি হলেন খেসারী লাল যাদব। আম্রপালি তো বটেই, রচনা তিওয়ারী সহ একাধিক ভোজপুরি অভিনেত্রীদের সঙ্গে উষ্ণ রোমান্স করেছেন।

আরও পড়ুন -  Bhojpuri: নীলম গিরির সঙ্গে চুটিয়ে রোমান্স করলেন খেসারি লাল যাদব

শুধুমাত্র সিনেমা নয়, তারকা এই অভিনেতা একাধিক অ্যালবাম ভিডিও-তেও খোলাখুলি রোমান্স করতে দেখা গেছে।

সম্প্রতি ভোজপুরি ইন্ডাস্ট্রির এই তারকা খেসারী লাল যাদবের একটি রোমাঞ্চকর ভিডিও প্রকাশ্যে এসেছে। তাঁকে সেখানে লাবণ্যময়ী অভিনেত্রী কাজল রাঘওয়ানির সাথে ওপেন রোমান্স করতে দেখা গেছে। “তোহার হথওয়া লাগালা চাকলাতে” শীর্ষক গানে খেসারী লাল যাদব ও কাজল রাঘওয়ানির উষ্ণ রোমান্সের ভিডিও বর্তমানে ট্রেন্ডে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়।

আরও পড়ুন -  গরমকালে সুস্থ থাকার জন্য কি করণীয়? উপায় ও নির্দেশনা

ইউটিউবে গিয়ে এক্ষুনি দেখে নিন ৫ বছর আগে ইউটিউবে শেয়ার করা খেসারী লাল যাদব ও কাজল রাঘওয়ানির জুটিতে “তোহার হথওয়া লাগালা চাকলাতে” গানটি।

গানের ভিডিওতে দেখা গেছে, খেসারী লাল যাদব রোমান্সের জন্য মরিয়া হয়ে কাজলের কাছে সুখ পেতে চাইছেন। জানলে অবাক হবেন, ইউটিউবে এই ভিডিওটি এই পর্যন্ত ৪.৪ কোটি বার দেখেছে ভক্তরা।

আরও পড়ুন -  EXHIBITION: ছবি ও ভিডিও প্রদর্শনী