VIDEO: অভিনেত্রী শ্বেতা শর্মার এই রকম নাচের স্টেপ দেখে অবাক হলেন নম্রতা মাল্লা, ভিডিওটি সামনে এসেছে

Published By: Khabar India Online | Published On:

আম্রপালি দুবে (Amrapali Dubey),কাজল রাঘওয়ানি (Kajal Raghwani) এবং মোনালিসা (Monalisa)-দের মতো অভিনেত্রীদের জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেননি এখনকার দিনে কিছু অভিনেত্রী।

তাঁদের মধ্যে অন্যতম শ্বেতা শর্মা (Shweta Sharma)। শ্বেতা অভিনেত্রী হওয়ার সাথে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাজ করছেন। তাছাড়া মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক কালে শ্বেতার একটি ইন্সটাগ্রাম রিল নেটদুনিয়ায় ভাইরাল।

এখানে রিলে শ্বেতার পরনে সবুজ রঙের ব্রালেট রয়েছে। ব্রালেটের ডিপ নেকলাইনের জন্য উন্মুক্ত রয়েছে তাঁর ক্লিভেজ। ব্রালেটের স্লিভ নুডল প্যাটার্নের। ব্রালেটের ব্যাকে আছে ক্রিসক্রস ডিজাইন। সবুজ রঙের ব্রালেটের সাথে কালো রঙের হট প্যান্ট টিম আপ করেছেন শ্বেতা।

আরও পড়ুন -  Viral Video: ‘আজ কি রাত’ গানে দুর্দান্ত নাচ চিকিৎসকের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডার্মাটোলজিস্ট নেহা চৌহান

প্যান্টের কোমরের সামনের অংশে আছে কালো লেদারের ডিটেলিং। তাতে একটি চেন লাগানো থাকলেও তা কিছুটা খোলা রয়েছে। উন্মুক্ত রেখেছে শ্বেতার নাভিমূল। খোলা রেখেছে চুল। মাথায় গোলাপি রঙের টুপি পরেছেন শ্বেতা। দুই চোখে রয়েছে কালো আইলাইনার। ঠোঁট দিয়েছে ন্যুড পিঙ্ক শেডের লিপস্টিকে। একটি র্যাপ সং-এর সাথে রিল বানিয়েছেন শ্বেতা।

আরও পড়ুন -  Viral Video: মহিলা IAS অফিসার, তুমুল নাচলেন হিন্দি গানে, ইন্টারনেটে প্রশংসার ঝড়

তাঁর রিলের প্রশংসা করেছেন নম্রতা মল্লা জেনিথ (Namrita Malla Zenith)।

নেটিজেনদের একাংশ অশালীন কটাক্ষ করেছেন শ্বেতাকে। গত বছর নভেম্বর মাসে শ্বেতা অভিনীত মিউজিক ভিডিও ‘গরম তেল মল দুঙ্গা’ রিলিজ করেছিল। সেই ভিডিওতেও শ্বেতাকে দেখা গিয়েছিল খোলামেলা পোশাকে।

আরও পড়ুন -  Tigers: ইংল্যান্ডের বিপক্ষে আজ বিকালে মাঠে নামছে টাইগাররা

সেই মিউজিক ভিডিওটি নেটদুনিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল। ভিডিওতে গান গেয়েছিলেন নীলকমল সিং (Neelkamal Singh)। শ্বেতার বিপরীতে এই ভিডিওতে অভিনয় করতেও দেখা গিয়েছে।