ভারতীয় রেলের মাধ্যমে বাইক পার্সেল করতে চান এক জায়গা থেকে আর এক জায়গায়, জেনে নিন খরচ এবং বিস্তারিত নিয়ম

Published By: Khabar India Online | Published On:

অনেক সময় ব্যক্তিগত জিনিসপত্র পরিবহনের সমস্যা হয়। বিশেষ করে এমন জিনিস, যেটা কোনভাবে পরিবহন করা যায় না, তার মধ্যে হচ্ছে মোটরসাইকেল। এই রকম সমস্যার সমাধানে ট্রেনের মাধ্যমে করা যায়।

ভারতীয় রেল এই পার্সেল পরিবহনের পরিষেবা দিয়ে থাকে। প্রাইভেট কোম্পানির থেকে অনেক বেশি সস্তা। এক জায়গায় থেকে অন্য এক জায়গায় নিজের বাইক পাঠাতে চান, এই প্রতিবেদনটি পড়ুন।

ট্রেনে মোটরসাইকেল পরিবহনের জন্য আপনার নিকটস্থ বড় রেল স্টেশনে যেতে হবে। সেখানে পার্সেল বুকিং স্টেশনে যোগাযোগ করে নিতে হবে। আর যদি অনলাইনে বুকিং করতে চাইলে www.parcel.indianrail.gov.in ওয়েবসাইটে যেতে পারেন।

আরও পড়ুন -  কঙ্গনার বিস্ফোরক মন্তব্য

আর অফলাইনে বুকিংয়ের জন্য একটি ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মে মোটরসাইকেলের বিবরণ, মালিকের তথ্য ও গন্তব্য স্টেশন ইত্যাদি উল্লেখ থাকতে হবে। অনলাইনে বুকিংয়ের জন্য আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।

তারপর একটি ফর্ম দেওয়া হবে, সেটা পূরণ করে মোটরসাইকেলের বিবরণ দিতে হবে।
ফর্ম পূরণের পর, মোটরসাইকেলের ওজন করা হবে ও ভাড়া দিতে হবে। অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রেও মোটরসাইকেলের ওজন অনুযায়ী ভাড়া ধার্য করা হবে। এরপর একটি ট্রেন রসিদ দেওয়া হবে। ট্রেনের রসিদে আপনার গন্তব্য স্টেশনের গাড়ির নম্বর ও পৌঁছানোর সময় উল্লেখ থাকবে।

আরও পড়ুন -  Arrested In Germany: জার্মানিতে গ্রেপ্তার, লুধিয়ানায় আদালতে বিস্ফোরণে অভিযুক্ত

সেখানে গিয়ে আপনার মোটরসাইকেল সংগ্রহ করতে পারবেন। ট্রেনে মোটরসাইকেল পরিবহনের জন্য ৫০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রায় ১২০০ টাকা ভাড়া লাগতে পারে।
ট্রেনে মোটরসাইকেল পরিবহনের ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন রয়েছে, সেটা অবশ্যই মেনে চলতে হবে।

আরও পড়ুন -  দেশে কৃষি ও শিল্প বিকাশে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজারস লিমিটেড (আরসিএফ)এর অবদান

কি সেই নিয়মগুলো?

আপনার মোটরসাইকেলটি ভালভাবে পরিষ্কার ও ঝকঝকে থাকতে হবে।
মোটরসাইকেলের চাবি, রেজিস্ট্রেশন কার্ড এবং ইনস্যুরেন্স কার্ড ইত্যাদি সঙ্গে রাখা চাই।
মোটরসাইকেলের লাইট ও হর্ন ইত্যাদি ভালোভাবে কাজ করে।

আপনার মোটরসাইকেলের সিট বাঁধা অবস্থায় থাকতে হবে।