32 C
Kolkata
Wednesday, May 15, 2024

“ওপেনহাইমারের” চমক, চলচ্চিত্রবিষয়ক অ্যাওয়ার্ড আসরে

Must Read

১৯৪৪ সাল থেকে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিচ্ছে বিভিন্ন দেশের সাংবাদিকদের সংগঠন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।

রবিবার অনুষ্ঠিত হলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮১তম আসর।

আমেরিকার লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটন হোটেলে জমকালো আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফিলিপাইন বংশোদ্ভূত আমেরিকান স্ট্যান্ড-আপ কমেডিয়ান জো কয়।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বিশ্বে আলোড়ন তোলা সিনেমা ‘ওপেনহাইমার’।

ছবিটির জন্য ক্রিস্টোফার নোলানের ঝুলিতে গেছে সেরা পরিচালকের পুরস্কার।

৮১তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ীদের তালিকাঃ

সেরা চলচ্চিত্র (ড্রামা) ওপেনহাইমার।
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল বা কমেডি) পুয়োর থিংস।
সেরা অভিনেতা (ড্রামা) কিলিয়ান মারফি (ওপেনহাইমার)।

আরও পড়ুন -  বিজেপি ছেড়ে শতাধিক কর্মী সমর্থকেরা যোগদান করলো তৃণমূল কংগ্রেসে

বিজ্ঞাপনঃ

সেরা অভিনেত্রী (ড্রামা)।
লিলি গ্ল্যাডস্টোন (কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন)।
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) পল জিয়ামাত্তি (দ্য হোল্ডওভারস)।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি) এমা স্টোন (পুয়োর থিংস)।
সেরা পার্শ্ব-অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)।
সেরা পার্শ্ব-অভিনেত্রী ডে’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)।
সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)।
সেরা চিত্রনাট্য অ্যানাটমি অব অ্যা ফল (জাস্টিন ত্রিয়েত ও আর্থার হারারি)।
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র দ্য বয় অ্যান্ড দ্য হেরন।
সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স)।
সেরা মৌলিক সুর লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)।
সেরা মৌলিক গান হোয়াট ওয়াজ আই মেড ফর? (চলচ্চিত্রঃ

আরও পড়ুন -  T20 World Cup: ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ডের কাছে হারল

বার্বি, গীতিকার এবং সুরকার বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল)।
সিনেম্যাটিক বক্স অফিস অ্যাচিভমেন্ট বার্বি (গ্রেটা গারউইগ)।

টেলিভিশন বিভাগঃ

সেরা স্ট্যান্ড-আপ কমেডিয়ান রিকি জার্ভেজ (রিকি জার্ভেজ: আরমাগেডন)।
সেরা টিভি সিরিজ (ড্রামা) সাকসেশন (এইচবিও)।
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) কিয়েরান কালকিন (সাকসেশন)।
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) সারাহ স্নুক (সাকসেশন)।
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল বা কমেডি) দ্য বিয়ার (এফএক্স/হুলু)।
সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি) জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি) আয়ো এডেবিরি (দ্য বিয়ার)।

আরও পড়ুন -  হালিশহর পৌরসভার লোকসংস্কৃতি ভবনে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের কর্মীসভা

সেরা লিমিটেড সিরিজ বা টিভি মুভি বিফ (নেটফ্লিক্স)ঃ

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভি) স্টিভেন ইয়ুন (বিফ)।
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ বা টিভি মুভি) আলি উং (বিফ)।
সেরা পার্শ্ব-অভিনেতা ম্যাথিউ ম্যাকফ্যাডিয়েন (সাকসেশন)।
সেরা পার্শ্ব-অভিনেত্রী এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)।

ছবিঃ  এএফপি।  

Latest News

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও সং: সংস্কৃতি, ঐতিহ্য এবং...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img