ভোট দিলেন শাকিব খান, মাকে সাথে নিয়ে

Published By: Khabar India Online | Published On:

ভোট দিলেন শাকিব খান, মাকে সাথে নিয়ে।

সুপারস্টার শাকিব খান বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন রবিবার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মাকে সঙ্গে নিয়ে।

ভোট প্রদান শেষে নাগরিক দায়িত্ব ও অধিকার উল্লেখ করে শাকিব খান বলেন, দেশের সচেতন নাগরিক হিসেবে ভোট প্রদান করা আমার একান্ত দায়িত্ব।

আরও পড়ুন -  সত্য জানালেন বুবলি, শাকিবের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে

নিজের ভালো লাগার কথা জানিয়ে শাকিব বলেন, ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি গতবার নির্বাচনেও আম্মাকে নিয়ে এসেছি, এবারও এসেছি। আমার বাবা সকালবেলা তার বন্ধুদের সঙ্গে এসে ভোট দিয়ে গেছেন। আমার মনে হয়, ভোটার হয়েছেন, এরকম প্রত্যেকটা মানুষকে ভোট দিতে আসা উচিত।এ সময় শাকিব বলেন, আমরা এমন একজন মানুষকে নিজেদের নেতা বানাব, যে আমাদের কথা বিবেচনা করবে, উন্নয়নের জন্য কাজ করবে। ভোট হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার।

আরও পড়ুন -  Shakib Khan: মাত্র দুটো বিয়ে করেছিঃ শাকিব খান

ছবিঃ সংগৃহীত।